
বৈদিক শাস্ত্র রয়েছে একাধিক রাশির উল্লেখ। রয়েছে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের কথা। প্রতি মুহূর্তে নিজেদের স্থান পরিবর্তন করে চলেছে এই সকল গ্রহ ও নক্ষত্র। তার শুভ ও অশুভ দুই প্রভাব তৈরি হয়। আজ রইল চার রাশির কথা। সদ্য নিজের স্থান বদল করেছে সূর্য। ১৪ মে সোমবার ভোরে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা। একই সঙ্গে তিনি প্রবেশ করবেন কেতুর শাসিত অশ্বিনী নক্ষত্রে। এর শুভ প্রভাব পড়বে চার রাশির ওপর। দেখে নিন তালিকায় কে কে।
মেষ রাশি
ভালো সময় শুরু হচ্ছে মেষ রাশির। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। কেরিয়ারে আসবে নতুন সুযোগ। প্রেমের জন্য ভালো দিন। বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হবেন। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। স্থান বদল করছে সূর্য। এর দ্বারা উপকৃত হবেন এই রাশির জাতক জাতিকা।
কর্কট রাশি
সূর্যের গোচরে কর্কট রাশির লাভবান হবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমে লাভবান হবেন। ব্যবসায় হবে উন্নতি। এই সময় জমি সংক্রান্ত মামলায় লাভবান হবেন। সন্তানরা বিদেশে যেতে পারে। ভালো সময় শুরু হচ্ছে এই রাশির জন্য।
সিংহ রাশি
সূর্যের আশীর্বাদে সিংহ রাশির জীবনে আসবে ভালো সময়। এই সময় ভাগ্যের চাকা খুলে যাবে। আর্থিক সমস্যা মিটে যাবে। তেমনই উন্নতির পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এমনই উল্লেখ আছে শাস্ত্রে। ভালো সময় শুরু হচ্ছে এই রাশির জাতক জাতিকা। স্থান বদল করছে সূর্য। এতে হবে উপকার।
মকর রাশি
সূর্যের গোচর কন্যা রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন। সমাজে মান সম্মান বাড়বে। নতুন কোনও ব্যবসা শুরুর যোগ আছে। স্থান বদল করছে সূর্য, ভাগ্য খুলবে এই চার রাশির। সাফল্য-যশ-খ্যাতিতে ভরবে জীবন। কেটে যাবে সকল বাধা।