হিন্দু শাস্ত্রে, ৩৩ কোটি দেব দেবীর উল্লেখ আছে। শাস্ত্র মতে, ন্যায়ের দেবতা হলেন শনি। কর্মফলের ভিত্তিতে ফল দেন তিনি। শনিগ্রহের পরিবর্তনশীল গতি ও অবস্থান কারও জন্য যেমন শুভ তেমনই কারও জন্য খারাপ। গজ ১৪ জানুয়ারি শনিদেব স্থান পরিবর্তন শুরু করেছেন। এর শুভ প্রভাব পড়ছে এই ছয় রাশির ওপর। দেখে নিন কে কে।
বৃষ রাশি
শনি দেবের গমনের ফলে প্রচুর সুখ আসহে বৃশ রাশির জীবনে। তাদের দুঃখের দিন শেষ হবে। কর্মজীবনে হবে উন্নতি। স্বাস্থ্য ভালো থাকবে। বিয়ের যোগ আছে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন মানুষ আসতে পারে। দীর্ঘ যাত্রায় যেতে পারেন। তেমনই মানসিক চাপ কম হবে।
কর্কট রাশি
শনির গমনে কর্কট রাশির ভাগ্যোন্নতি হবে। কোনও ইচ্ছা পূরণ হবে। তেমনই দাম্পত্য সুখ বজায় থাকবে। সন্তানদের থেকে সুখ পেতে পারেন। এই সময় বাড়িতে মঙ্গলজনক কোনও কাজ হতে পারে। শীঘ্রই কোনও শুভ সংবাদ পাবেন। চাকরিতে হবে উন্নতি।
সিংহ রাশি
শনির গতির ফলে উপকৃত হবেন সিংহ রাশির জাতক জাতিকা। এই সময় বাবা বা মায়ের থেকে কোনও অর্থ লাভ হতে পারে। ভাই বোনের সাহায্য পাবেন সহ কাজে। চাকরিতে হবে পদোন্নতি। তেমনই ব্যবসার চুক্তি সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য উন্নতি হবে। অর্থ প্রাপ্তি হতে পারে। তেমনই অর্থ আয়ের নতুন পথ খুঁজে পাবেন।
তুলা রাশি
শনির গমনে তুলা রাশির জাতক জাতিকার ভাগ্য খুলবে। শনি দেবের আশীর্বাদে সকল ইচ্ছা পূরণ হবে। অনেকদিন ধরে আটকে থাকা কাজে গতি আসবে। বাড়িতে শান্তি ও সুখ থাকবে। অর্থের কোনও অভাব হবে না। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। তেমনই বিদেশ যাত্রার যোগ আছে।
মকর রাশি
ভাগ্যের উন্নতি হতে পারে মকর রাশির। চাকরিতে আসতে পারে বড় পরিবর্তন। কোনও নতুন কোম্পানিতে চাকরির অফার পেতে পারেন। নতুন ব্যবসায় উন্নতি হতে পারে। আজ দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। আজ পরিশ্রমে প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মী আপনার ওপর সদয় থাকবে। ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
মীন রাশি
শনিদেবের কৃপায় সব সমস্যা সমাধান হবে। আপনার উন্নতি হবে। ব্যবসার কাজে হবে উন্নতি। আজ অর্থনৈতিক ক্ষেত্রে লাভ হবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা আছে। আজ কাছের মানুষদের থেকে ভালোবাসা পাবেন।