দীপাবলির আগে জ্যাকপট পেতে চলেছেন ছয় রাশি, দেখে নিন কাদের ভাগ্যে ঘটবে চমৎকার

Published : Oct 25, 2024, 04:00 PM IST

সূর্য স্বাতী নক্ষত্রে প্রবেশ করায় কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তন আসছে। মিথুন, ধনু, কুম্ভ, বৃষ, সিংহ ও মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং সুসম্পর্ক লাভের সম্ভাবনা রয়েছে।

PREV
110

সূর্য, শক্তি পিতার কারক, সুখ সৃমৃদ্ধি আত্মার কারক। প্রতি মাসে রাশি পরিবর্তন করে চলেছে। এর শুভ ও অশুভ প্রভাব তৈরি হচ্ছে.। দেখে নিন এবার কোন রাশির জীবনে ভালো সময় শুরু হল।

210

খুব তাড়া তাড়ি সূর্য স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। এর প্রভাবে কয়েক রাশির জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে। ঘটবে আর্থিক লাভ।

310

২৪ অক্টোবর বেলা ১২.৫২ মিনিটে স্থান পরিবর্তন করেছে। এর প্রভাবে লাভবান হবেন চার রাশির ছেলে মেয়েকরা। জীবনের সকল বাধা তো কাটবেই সঙ্গে হবে আর্থিক লাভ।

410

মিথুন রাশি

মিথুন রাশি জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায়. উন্নতি করবে। এই সময় মিথুন রাশির ছেলে মেয়েদের কেরিয়ারে হবে উন্নতি। শেয়ার বাজার সংক্রান্ত বিষয় আয় বাড়বে। নতুন চাকরি পেতে পারেন।

510

ধনু রাশি

ধনু রাশির ছেলে মেয়েদের জন্য ভালো সময়। এই সময় স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। এর প্রভাবে আটা লাভ হবে। এই সময় আর্থিক অবস্থা ভালো হবে।

610

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জন্য ভালো সময়। বড় লাভ হবে। ভাগ্য আপনার সঙ্গে দেবে। এই সময় আর্থিক সাফল্য আসতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। তেমনই নতুন করে জীবন শুরু করতে পারেন।

710

বৃষ রাশি

প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সফল হবেন। এই সময় শরীর ভালো থাকবে। জীবনে নতুন সুযোগ আসতে পারে। সময়টা বৃষ রাশির জন্য অনুকূল য

810

সিংহ রাশি

সূর্যের স্থান পরিবর্তনের কারণে সিংহ রাশির জীবনে আসবে ভালো সময়। এই সময় যারা চাকরি খুঁজছেন তারা উপকৃত হবেন। নতুন চাকরি পেতে পারেন।

910

মীন রাশি

টাকা উপচে পড়বে মীন রাশির জীবনে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। তেমনই আর্থিক লাভ হতে পারে এই সময়। ব্যবসায় লাভের মুখ দেখবেন। তেমনই স্বামী-স্ত্রীর সম্পর্ক রোম্যান্টিক হবে।

1010

শাস্ত্র মতে, ভালো সময় শুরু হচ্ছে এই ছয় রাশির। এদের জীবনে ঘটবে আর্থিক বৃদ্ধি। সকল বাধা দূর হবে। তেমনই দাম্পত্য সম্পর্ক সুন্দর হবে।

click me!

Recommended Stories