বছর শেষে সুখবর, আর্থিক বৃদ্ধি থেকে নতুন চাকরির যোগ, আগামী ১০ দিন শুভ সময় তিন রাশির

Published : Dec 13, 2024, 05:53 PM IST
astrology

সংক্ষিপ্ত

শুক্র গ্রহের শ্রাবণ নক্ষত্র প্রবেশের ফলে বৃষ, সিংহ ও মীন রাশির জাতকদের জন্য আগামী ১০ দিন শুভ সময়। ব্যবসায়িক সাফল্য, আর্থিক উন্নতি, স্বাস্থ্যের উন্নতি এবং নতুন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। 

শাস্ত্রে আছে নয়টি গ্রহের উল্লেখ। এই সকল গ্রহের মধ্যে শুক্র গ্রহের গুরুত্ব বিস্তর। শুক্রকে সম্পদ, প্রেম, বিলাসবহুল জীবন, বস্তুগত সুখ ও খ্যাতির জন্য দায়ী করা হয়। শুক্র ১১ ডিসেম্বর ৩টে ২৭ মিনিট শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করেছে। যেখানে আগামী ১০ দিন তিন থাকবে। সে কারণে ২২ ডিসেম্বর পর্যন্ত শুভ সময় চলবে তিন রাশির। এর কারণে আর্থিক বৃদ্ধি থেকে আছে নতুন চাকরির যোগ। দেখে নিন কাজের শুভ সময় চলছে।

বৃষ রাশি

শুক্রের পরিবর্তনের ফলে ভালো সময় বৃষ রাশির। এই সময় ব্যবসায় নতুন চুক্তি হবে। এই সময় বয়স্কদের স্বাস্থ্য ভালো থাকবে। আজ কোনও ভালো খবর পেতে পারেন। আগামী ১০ দিন শুভ সময় থাকবে। সব কাজে আসবে সাফল্য। সর্বত্র জয় লাভ করবেন। 

সিংহ রাশি

স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশির। অর্থ প্রাপ্তি হতে পারে। আগামী ১০ দিন জীবনের সকল জটিলতা কেটে যাবে। আগামী সপ্তাহে পেতে পারেন কোনও ভালো খবর। তেমনই দোকানদাররা বিনিয়োগের নতুন সুযোগ পাবেন। এই সময় পদোন্নতির যোগ আছে চাকরিতে। এই সময় সব কাজে আসবে সাফল্য। 

মীন রাশি

মীন রাশির জন্য ভালো সময়। এই সময় বেতন সংক্রান্ত সুখবর আসতে পারে। তেমনই স্ত্রী ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ আসবে। ৩০ বছরের বেশি বয়সীরা স্বাস্থ্যের যত্ন নিন। এতে স্বাস্থ্য উন্নতি হবে। এই সময় যে কোনও জটিলতা থেকে পেতে পারেন মুক্তি। জীবনের সকল সমস্যা কেটে যাবে। 

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক শুভ পরিণয়ে সম্পন্ন হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল