২০২৫ সালে কার ভাগ্যে কী? নতুন বছরে ভাগ্য খুলবে এই তিন রাশির, মিলবে শনি দেবের কৃপা
২০২৫ সালে শনির গোচরের ফলে কর্কট, মকর ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ প্রভাব পড়বে। মকর রাশির শনির সাড়ে সাতি শেষ হবে এবং বৃশ্চিকের ধাইয়াও কেটে যাবে। এই তিন রাশির জন্য সামগ্রিকভাবে শুভ সময় আসছে।