২০২৫ সালে কার ভাগ্যে কী? নতুন বছরে ভাগ্য খুলবে এই তিন রাশির, মিলবে শনি দেবের কৃপা

২০২৫ সালে শনির গোচরের ফলে কর্কট, মকর ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ প্রভাব পড়বে। মকর রাশির শনির সাড়ে সাতি শেষ হবে এবং বৃশ্চিকের ধাইয়াও কেটে যাবে। এই তিন রাশির জন্য সামগ্রিকভাবে শুভ সময় আসছে।
Sayanita Chakraborty | Published : Dec 5, 2024 6:00 PM
110

নতুন বছর ভালো হোক তা সকলেরই কাম্য। কিন্তু, কার ভাগ্যে কী আছে তা বলা কঠিন।

210

আজ রইল জ্যোতিষ গণনা। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। ২০২৫ ভালো খবর নিয়ে আসছে তিন রাশির জন্য।

310

২০২৫ সালে কয়েকটি রাশির ওপর ন্যায় ও কর্মের প্রধান শনি মহারাজের কৃপা দৃষ্টি বর্ষিত হবে। শনি গোচর দেখা যাবে।

410

শনি দেবতা বিরাজমান কুম্ভ রাশিতে। ২০২৫-র তাঁর গোচর হবে মীন রাশিতে। পরবর্তী আড়াই বছর বৃহস্পতিতে বিরাজমান হবেন।

510

নতুন বছরের ২৯ মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে শনিদেব। এর ফলে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন।

610

মকর রাশির মতো আরও কিছু রাশি লাভবান হবেন শনি গোচরে। কেটে যাবে সমস্যা। দেখে নিন শনির গোচরে কে কে লাভবান হবেন।

710

কর্কট রাশির জন্য ভালো সময়। শনি মীন রাশিতে প্রবেশ করলেই শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ওপর। ভালো কাটবে ২০২৫ সাল।

810

মকর রাশিতে আপাতত শনিদেবের সাড়ে সাতি বিরাজমান। নতুন বছরের ২৯ মার্চ এই সাড়ে সাতি শেষ হবে। আটকে থাকা সব কাজ শেষ হবে। ভালো সময় আসবে।

910

বৃশ্চিক রাশির জন্য শুভ সময় আসতে চলেছে। শনির ধাইয়ার কারণে আড়াই বছর ধরে চঞ্চলতা ছিল এই তিন রাশির জীবনে।

1010

শাস্ত্র মতে, ভালো সময় শুরু হবে এই তিন রাশির। জীবনের সকল জটিলতা কেটে যাবে। সকল সমস্যা থেকে মুক্তি মিলবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos