তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ, অপ্রত্যাশিত অর্থ লাভ হবে এই তিন রাশির, দেখে নিন কাদের ভাগ্য খুলবে

Published : Oct 26, 2024, 12:16 PM ISTUpdated : Oct 26, 2024, 12:17 PM IST

মঙ্গল কর্কট রাশিতে প্রবেশের ফলে রাহুর সাথে নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই যোগের প্রভাবে কন্যা, সিংহ এবং মকর রাশির জাতকদের জীবনে শুভ পরিবর্তন আসবে, আর্থিক উন্নতি, স্বাস্থ্যের উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে।

PREV
19

মঙ্গল কর্কট রাশিতে পাড়ি দেবে। গ্রহের সেনাপতি মঙ্গল গত ২০ অক্টোবর নিজের স্থান পরিবর্তন করেছে। প্রায় দেড় বছর পর কর্কট রাশিতে গমন করল মঙ্গল।

29

মঙ্গল কর্কট রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশিতে উপস্থিত রাগুর সঙ্গে নবপঞ্চম নামক রাজযোগ তৈরি হচ্ছে। এর কারণে কপাল খুলবে তিন রাশির।

39

কন্যা রাশি

নবপঞ্চম রাজযোগ গঠনের কারণে কপাল খুলতে চলেছে কন্যা রাশির। বিয়ের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের। জীবনে চলতে থাকা সমস্যা দূর হবে। তেমনই ব্যবসায় হবে লাভ।

49

তেমনই এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সকল জটিলতা দূর হবে। যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন তারা সেই সকল সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। গ্রহের পরিবর্তনে কন্যা রাশির ওপর পড়বে শুভ প্রভাব।

59

সিংহ রাশি

অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে সিংহ রাশির। দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা দূর হবে। তেমনই কর্মজীবনে নতুন সুবিধা পেতে পারেন। এই সময় পদোন্নতির যোগ আছে। এমনকী বিদেশ যাত্রারও সুযোগ আসতে পারে।

69

নবপঞ্চম যোগ গঠনে সিংহ রাশির জীবনে আসতে চলেছে শুভ পরিবর্তন। এই সময় সকল স্বপ্ন পূরণ হবে। তেমনই সকল আর্থিক জটিলতা দূর হবে।

79

মকর রাশি

মকর রাশির জন্য ভালো দিন। এই সময় ইতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনে। আর্থিক অবস্থা হবে উন্নত। তেমনই এই সময় নতুন কাজের সুযোগ আসতে পারে।

89

সাড়ে সাতির কারণে এতদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল মকর রাশির। এবার তাদের জীবনে সকল জটিলতা দূর হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। বেতন বৃদ্ধি হবে।

99

শাস্ত্র মতে, মঙ্গলের গমনে ফলে শুভ সময় শুরু হবে এই তিন রাশির। এদের জীবনের সকল জটিলতা দূর হবে।

click me!

Recommended Stories