হিন্দু শাস্ত্রে, ১২টি রাশির উল্লেখ আছে। তেমনই রয়েছে গ্রহ ও নক্ষত্রের কথা। প্রতি নিয়ত তারা তাদের নিজেদের স্থান পরিবর্তন করে। এর দ্বারা তৈরি হয় বিভিন্ন যোগ। যাতে কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময় শুরু হচ্ছে। আজ রইল এমনই এক বিশেষ যোগের কথা। শীঘ্রই বুধ-শুক্রের মহামিলন ঘটবে। এতে ভাগ্য খুলবে পাঁচ রাশির। দেখে নিন তালিকায় আপনি স্থান পেলন কি না।