৩০ বছরে বিশেষ যোগ, শনি দেবের কৃপায় ভাগ্য খুলবে তিন রাশির, দেখে নিন তালিকায় আপনি আছেন কি না

Published : Nov 30, 2024, 11:58 AM IST
Shani Dev

সংক্ষিপ্ত

৩০ বছর পর শনির শশ রাজযোগ গঠনের ফলে মিথুন, মকর এবং কুম্ভ রাশির জাতকদের ভাগ্য খুলবে। আর্থিক উন্নতি, সম্মান বৃদ্ধি, পদোন্নতি এবং পারিবারিক সুখ লাভের সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে শনি কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে এই শুভ যোগের সৃষ্টি হবে।

শাস্ত্র মতে, শনি দেবতার শক্তির মহিমা বিস্তর। গ্রহদের মধ্যে বিচারকের স্থানে থাকেন শনি দেব। শনির বিভিন্ন দশায় কয়েকটি রাশি থাকে। তাা দরুণ কোনও সময় খুব দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়। আবার শনির নজরেই জীবনে আসে শুভ সময়। শনি দেব আগামী বছর সু সময় বয়ে নিয়ে আসতে চলেছেন।

৩০ বছর পর শনির শশ রাজযোগ গঠন হবে। এই যোগ গঠনের সঙ্গে সঙ্গে কপাল ফিরবে তিন রাশির। ২৮ মার্চ তারিখটি শনির জন্য খুব গুরুত্বপূর্ণ। ২০২৫ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে শনি। এতে শশ রাজযোগ গঠিত হবে। এর ফলে ভাগ্য খুলবে এই তিন রাশির।

মিথুন রাশি

২০২৫ সালে ভাগ্য খুলতে চলেছে মিথুন রাশির। আর্থিক উন্নতি হবে। তেমনই বাড়বে সম্মান। এই সময় সকল পরিশ্রমের ফল পাবেন। মন থাকবে খুশি। তেমনই স্ত্রীর পরামর্শ কার্যকর হবে।

মকর রাশি

ভাগ্য খুলবে মকর রাশির। এই সময় শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। পারস্পরিক সম্পর্ক ভালো হবে। আত্মবিশ্বাস বাড়বে তেমনই চাকরিতে হবে পদোন্নতি। এই সময় শিক্ষার্থীদের পড়াশোনায় হবে উন্নতি।

কুম্ভ রাশি

ভালো সময় শুরু হবে কুম্ভ রাশির। এই সময় শনিদেবের আশীর্বাদ থাকবে আপনার ওপর। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। নতুন কিছু শুরু পরিকল্পনা থাকলে তা করতে পারেন। ভালো সময়।

৩০ বছরে তৈরি হচ্ছে বিশেষ যোগ। শনি দেবের কৃপায় ভাগ্য খুলবে তিন রাশির। জীবনে আসবে পরিবর্তন। শুভ সময় শুরু হতে চলেছে এই তিন রাশির জীবনে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: লং ডিসডেন্সে থাকলেও সম্পর্কে বিশ্বাস অটুট থাকবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল