শেষ হচ্ছে পিশাচ যোগ, উন্নতির পথ খুলবে তিন রাশির, দেখে নিন তালিকায় কে কে

Published : May 20, 2025, 05:30 PM IST
astrology

সংক্ষিপ্ত

শনি মীন রাশিতে প্রবেশের ফলে রাহুর সঙ্গে তৈরি হওয়া পিশাচ যোগ ভেঙেছে। রাহুর কুম্ভ রাশিতে গমনের ফলে বৃষ, কন্যা ও মকর রাশির জীবনে আসছে উন্নতি, সাফল্য ও স্বস্তি।

হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে একাধিক গ্রহ ও নক্ষত্রের। এই সকল গ্রহ ও নক্ষত্র প্রতি মুহূর্তে নিজেদের স্থান পরিবর্তন করে চলেছে। এর দ্বারা তৈরি হচ্ছে বিভিন্ন যোগ। যার প্রভাব পড়ছে বিভিন্ন রাশির ওপর। কারও শুরু হচ্ছে ভালো সময় তো কারও খারাপ সময়। শাস্ত্র মতে, শনি মীন রাশিতে প্রবেশ করায় রাহুর সঙ্গে তৈরি হয়েছিল অশুভ পিশাচ যোগ। এই শনি-রাহু সংযোগ দেড় মাস ধরে বেশ কয়েকটি রাশির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ১৮ মে রাহু কুম্ভ রাশিতে গমন করায় এই অশুভ যুতি ভেঙেছে। যা তিন রাশির জন্য শুভ সংবাদ নিয়ে এসেছে। এই তিন রাশির মানুষের জীবনে আসবে সাফল্য। আসবে উন্নতি। তেমনই সব কাজে পাবেন স্বস্তি। দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৃষ রাশি

১৮ মে রাহু কুম্ভ রাশিতে গমন করায় এই অশুভ যোগ ভেঙেছে। ফলে এই সময় চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। পদোন্নতি, নতুন চাকরির যোগ আছে। তেমনই দাম্পত্য সুখ বজায় থাকবে। সঙ্গে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা আছে প্রবল।

কন্যা রাশি

ভালো সময় শুরু হচ্ছে কন্যা রাশির। কর্মজীবনে হবে অগ্রগতি। এই সময় পদোন্নতির যোগ প্রবল। তেমনই আয় বৃদ্ধি পাবে। মেনে চলুন শাস্ত্র মত। এতেই আছে এমন উল্লেখ। 

মকর রাশি

স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মকর রাশির জাতক জাতিকা। তেমনই আর্থিক লাভ ঘটবে। এই সময় পছন্দসই পদ বা ট্রান্সফার পেতে পারেন।

এই তিন রাশির জন্য রাহু শনির অশুভ সংযোগ ভাঙা একটি টার্নিং পয়েন্ট। যা আপনার জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। সঙ্গে এই সময় জীবনে ঘটবে নানান উন্নতি। মনের সকল ইচ্ছা যেমন পূরণ হবে তেমনই জীবনে আসবে সাফল্য। শীঘ্রই শেষ হচ্ছে পিশাচ যোগ, উন্নতির পথ খুলবে তিন রাশির। জীবনে ঘটবে উন্নতি। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে এই সময়। বাড়বে আয়। তেমনই এই সময় ট্রান্সফার হতে পারেন কিংবা পেতে পারেন নতুন চাকরি। স্বাস্থ্য সমস্যা দূর হবে। কর্মজীবনে হবে অগ্রগতি। তেমনই এই সময় আয় বৃদ্ধি পেতে পারে। এই সময় দাম্পত্য জটিলতা দূর হবে। এই তিন রাশির মানুষের জীবনে আসবে সাফল্য। আসবে উন্নতি। তেমনই সব কাজে পাবেন স্বস্তি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা