মে মাসে কপাল খুলবে এই চার রাশির, উপচে পড়বে ধন সম্পত্তি, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Apr 22, 2025, 09:47 AM IST
zodiac signs

সংক্ষিপ্ত

মে মাসে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মেষ, বৃষ, সিংহ ও মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে। নবপঞ্চম রাজযোগ, শনি-রাহুর সংযোগ এবং মঙ্গলের গোচর ও ষড়ষ্টক রাজযোগের প্রভাবে আরও কিছু রাশির জীবনে শুভ পরিবর্তন আসবে।

জ্যোতিষ শাস্ত্রে রয়েছে একাধিক রাশির কথা। আছে বিভিন্ন নক্ষত্রের কথা। প্রতি মুহূর্তে এই সকল গ্রহ ও নক্ষত্র তাদের নিজেদের স্থান পরিবর্তন করে চলেছে। এর দ্বারা তৈরি হচ্ছে বিভিন্ন যোগ। আজ রইল চার রাশির কথা। মে মাসে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। এই গোচরের ফলে ৪ রাশির জাতক জাতিকার কপাল খুলবে। দেখে নিন তালিকায় কে কে আছে।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের কপাল খুলতে পারে। কর্মজীবনে সাফল্যের যোগ প্রবল। আর্থিক অবস্থা হবে উন্নত। ব্যবসায় হবে লাভবান।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা প্রবল। ধনলাভের যোগ তৈরি হবে। পরিবারের সুখ ও সমৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে।

সিংহ রাশি

কপাল খুলবে সিংহ রাশির জাতক জাতিকার। এই সময় বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তেমনই কর্মজীবনে আসবে সাফল্য। ব্যবসায় হবে উন্নতি।

মিথুন রাশি

ভাগ্য খুলবে মিথুন রাশির জাতক জাতিকার। পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এই সময় জীবনে হবে উন্নতি।

এই মে ও জুন ও জুলাই- এই তিন মাস ধরে তৈরি হবে বিভিন্ন যোগ। যার দ্বারা ভালো সময়ের সূত্রপাত হবে কয় রাশির জীবনে। দেখে নিন তালিকায় কে কে আছেন।

গত ২০ এপ্রিল নবপঞ্চম রাজযোগ গঠিত হয়েছে। এই যোগের প্রভাবে কর্কট, তুলা ও কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন শুভ ফল পাবেন।

শনি ও রাহুর সংযোগ হবে ২৯ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত। কিছু রাশির জন্য শুভ এই যোগ। রাহু ও শনির যুগল সংযোগের প্রভাবে বৃষ, মকর ও তুলা রাশির জাতক-জাতিকা লাভবান হবে।

এরপর মঙ্গলের গোচর ও ষড়ষ্টক রাজযোগ তৈরি হবে ৭ জুন থেকে ২৮ জুলাই। ভাগ্য বদল হবে তিন রাশির। এই যোগের প্রভাবে বৃশ্চিক রাশি, মিথুন রাশি ও মীন রাশির ভাগ্য খুলবে।

 

PREV
click me!

Recommended Stories

সুপারির গোপন শক্তি ভাগ্য-অর্থভাগ্য ও কর্মসাফল্যে বদল আনে! কীভাবে জানেন ?
Love Horoscope: আজ সঙ্গীর থেকে কিছুই লুকোবেন না! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল