
বৈদিক শাস্ত্রে একাধিক গ্রহ ও নক্ষত্রের উল্লেখ আছে। তেমনই উল্লেখ আছে একাধিক যোগের কথা। বিভিন্ন সময় এই সকল গ্রহ ও নক্ষত্র তাদের অবস্থা পরিবর্তন করে থাকে। যার দ্বারা তৈরি হয় বিভিন্ন যোগ। এর দ্বারা উপকৃত হন বিভিন্ন রাশির জাতক জাতিক।
শাস্ত্র মতে, সূর্য এবং বুধকে পরম বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। সূর্য সকল গ্রহের রাজা, আর বুধকে রাজপুত্র বলা হয়। যখন এই দুই গ্রহ একই রাশির অবস্থিত হয়, তখন তাদের সংযোগ দৃষ্টি যোগ বা মিল অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এতে বলে বিধাদিত্য যোগ। সদ্য এই দুই রাশির মিলন হচ্ছে। এর দ্বারা উপকৃত হবেন এই পাঁচ রাশি।
মেষ রাশি
ভালো সময় শুরু হবে মেষ রাশির। পদোন্নতির যোগ আছে। তেমনই ব্যবসায় হবে উন্নতি। আর্থিক দিক থেকে সকল সুবিধা পেতে পারেন। এই সময় বিনিয়োগ থেকে হঠাৎ আর্থিক লাভ হতে পারে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন।
মিথুন রাশি
এই সময় সাফল্য আসবে মিথুন রাশির জীবনে। সমাজসেবার মাধ্যমে বাড়বে সম্মান। আজ শিক্ষার্থীরা পড়াশোনায় সফল হবেন। এই সময় ব্যবসায় হবেন লাভবান। পারিবারিক ও প্রেমের ক্ষেত্রে ভালো দিন।
সিংহ রাশি
আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে সিংহ রাশির। এই সময় ব্যবসায় আরও দক্ষতা বাড়বে। প্রেমের জন্য ভালো সময়। তেমনই আর্থিক দিক থেকে লাভবান হবেন। এই সময় সামাজিক কাজে আপনার অংশগ্রহণ বাড়বে। চাকরিতে আছে পদোন্নতির যোগ। তেমনই জ্ঞান অর্জন ও ভ্রমণের জন্য ভালো সময়।
কন্যা রাশি
ব্যবসার দিক থেকে ভালো সময়। কন্যা রাশির ছেলে মেয়েরা আর্থিক সুবিধা লাভ করবেন। এই সময় বিদেশ ভ্রমণের সুযোগ আছে। খ্যাতি বৃদ্ধি পেতে পারে। তেমনই দাম্পত্য সম্পর্ক সুখের হবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এই রাশির জাতক জাতিকার।
ধনু রাশি
এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির ওপর। এই সময় আর্থিক দিক থেকে লাভবান হবেন। পারিবারিক উন্নতি ঘটবে। তেমনই চাকরিতে অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন। ভ্রমণের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আসবে এই রাশির।
শাস্ত্র মতে, শীঘ্রই তৈরি হচ্ছে সূর্য-বুধের দৃষ্টি যোগ। এর দ্বারা উপকৃত হবেন এই পাঁচ রাশির ছেলে মেয়েরা। কপাল খুলবে এই পাঁচ রাশির। এমনই উল্লেখ আছে শাস্ত্রে।