চৈত্র নবরাত্রিতে শুভ যোগ, ভাগ্য খুলবে এই পাঁচ রাশির, দেখে নিন তালিকায় কে কে

সংক্ষিপ্ত

চৈত্র নবরাত্রিতে গঠিত শুভ সংযোগে ৫টি রাশির ভাগ্য খুলতে চলেছে। বৃষ, মিথুন, কন্যা, মকর ও কুম্ভ রাশির জীবনে আসবে সফলতা, আর্থিক উন্নতি ও সুখবর।

চৈত্র নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। ৩০ মার্চ রবিবার থেকে শুরু হল চৈত্র নবরাত্রি। হিন্দু ধর্মে যে বিক্রম সম্বত শুরু হয় তাও শুরু হয়ে গিয়েছে নবরাত্রির দিন। এই সময় মীন রাশিতে সূর্য, চন্দ্র, শনি, বুধ এবং রাহুরও সংযোগ হয়। এই সংযোগের ফলে ভাগ্য খুলে যাবে এই পাঁচ রাশির।

বৃষ রাশি

Latest Videos

চৈত্র নবরাত্রিতে এই শুভ সংযোগের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন বদলে যাবে। সব কাজে সফলতা আসবে। আজ পরিশ্রমের সুফল পেতে পারেন। আটকে থাকা টাকা অপ্রত্যাশিত ভাবে পাওয়া যাবে। আর্থিক স্থিতি আরও ভালো হবে। আজ ব্যবসার কাজে সুফল পাবেন।

মিথুন রাশি

চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের শুভ সংযোগের ফলে মিথুন রাশির জীবনে শুভ সময় আসবে। আজ চাকরিতে হবে উন্নতি। কেরিয়ার সম্পর্ক কাজে সুফল পাবেন। আজ প্রেমের সম্পর্ক ভালো হবে।

কন্যা রাশি

চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের শুভ সংযোগের ফলে ভাগ্য খুলবে কন্যা রাশির। এই সময় জীবনে আনন্দ আসবে। ভালো কোনও খবর পেতে পারেন। তেমনই সব কাজে হবে উন্নতি।

মকর রাশি

চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের শুভ সংযোগের ফলে মকর রাশির জীবনে সুফল পাবেন। এই সময় আর্থির উন্নতি হবে। জীবনে আনন্দ ও সুখ বিরাজ করবে। ভালো কোনও খবর পেতে পারেন এই সময়।

কুম্ভ রাশি

চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের শুভ সংযোগের ফলে কুম্ভ রাশির জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সময় আর্থিক উন্নতি হবে। তেমনই কোনও সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন।

শাস্ত্র মতে, চৈত্র নবরাত্রিতে শুভ যোগ। ৩০ মার্চ থেকে এই যোগ তৈরি হয়েছে। এর প্রভাবে ভাগ্য খুলবে এই পাঁচ রাশির। এই পাঁচ রাশির জীবনে নানান জটিলতা দূর হবে তেমনই জীবনে কঠিন সময় থেকে মিলবে মুক্তি। সব দিক থেকে উপকৃত হবেন এই কয় রাশির ছেলে মেয়েরা। 

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার