Guru Purnima 2025: কেন পালিত হয় গুরু পূর্ণিমা, জেনে নিন এই দিনটির মাহাত্ম্য, রইল অজানা ইতিহাস

Published : Jul 10, 2025, 03:15 PM IST

আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে গুরু পূর্ণিমা পালিত হয়। বেদব্যাস, যিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন এবং বেদকে চার ভাগে ভাগ করেছিলেন, তাঁকে আদিগুরু হিসেবে সম্মান করা হয়। এই দিনে গুরু পূজা, উপবাস এবং গুরুবন্দনা করা হয়।

PREV
110

আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় গুরু পূর্ণিমা। এই পূর্ণিমাটি হচ্ছে মহাভারতকার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্মতিথি।

210

তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন। বেদ আগে অখণ্ড ছিল। সেটাকে তিনি ঋক, সাম, যজু ও অথর্ব এই চার ভাগে ভাগ করেন। তাই তাঁর নাম বেদব্যাস।

310

শাস্ত্র মতে, বেদব্যাসের আবির্ভাব তিথি হল এই আষাঢ়ের পূর্ণিমা। তাই এই তিথি গুরু পূর্ণিমা নামে খ্যাত।

410

বেদব্যাসকে আদিগুরু বলা হয়। তিনি অষ্টাদশ পুরাণে দুটো কথা বলেছেন। অর্থাৎ ১৮টি পুরাণের মূল বক্তব্য দুটো। এক পর বা অন্যের উপকার করা হচ্ছে পুণ্য কাজ। দ্বিতীয়, অন্যকে পীড়ন বা শোষণ করা, দুর্বব্যহার করা হচ্ছে পাপ। তাঁর এই কথাগুলো আজও প্রাসঙ্গিক।

510

তাঁর মতে, ওপরের দুই পথ মেনে চললে গোটা পৃথিবীটা একটা শান্তির পারাবার হয়ে যাবে।

610

তাঁর জন্মতিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটা সনাতন ধর্মের শাস্ত্রকাররা গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করে। এই দিনটি ব্যাস পূর্ণিমা, আষাঢ়ি পূর্ণিমা, গুরু পূর্ণিমা নামেও খ্যাত।

710

শাস্ত্র মতে, গুরু ছাড়া জগতে আর কেউ নেই। একজনকেই ধরে থাকলে পৃথিবীতে সব কিছু পাওয়া যায়। সব থেকে বড় কথা, শান্তি পাওয়া যায়।

810

এই দিন গুরুর পুজো করুন। তাঁকে সম্মান জানান। এই দিন অন্ন গ্রহণ করবেন না। ফল, মিষ্টি, রাবড়ি, দই গুরুকে নিবেদন করুন।

910

এই দিন সুজির পায়েস, ডালিয়ার খিচুড়ি নিবেদন করতে পারেন।

1010

এই দিন গুরুবন্দনা করতে হবে। সম্ভব হলে আজ গুরু গীতা পড়তে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories