Horoscope 2025: নতুন বছর আশীর্বাদ হয়ে আসছে তিন রাশির জন্য! জীবনে সুখ এবং হাতে টাকা, আর কী চাই?

আসছে ২০২৫, নতুন বছর।

Subhankar Das | Published : Nov 8, 2024 2:17 PM / Updated: Nov 08 2024, 02:18 PM IST
110
আর নতুন বছর মানেই নতুন স্বপ্ন

নতুন আশা এবং আকাঙ্ক্ষা

210
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, আগামী বছর ভালো সময় আসছে

ফলে, কপাল খুলবে অনেকের।

310
২০২৫ রাশির সাল, তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ হতে চলেছে

সুসময় আসছে তাদের। 

410
কোন তিন রাশি?

জেনে নিন বিশদে। বর্তমানে শনি, তাঁর মূলে ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করছে। আর ২০২৫ সাল পর্যন্ত, এখানেই থাকবে। 

510
বৃষ রাশি: আসন্ন ২০২৫ সালে শনি বৃষ রাশির জাতক-জাতিকাদের একাদশ ভাবে পৌঁছবে

অর্থাৎ, লাভের ঘরে প্রবেশ করবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই বছর।

610
আর্থিক দিক থেকে লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে

কর্মজীবন এবং ব্যবসাতেও উন্নতি হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। মিলতে পারে ভালো খবর।

710
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনি সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি হবে

তারপর নবম ভাবে গমন করবে।

810
কাজে সাফল্য আসা শুরু করবে

কর্কট রাশির জাতক-জাতিকাদের লাভের সুযোগ অনেকটাই বাড়তে পারে। এমনকি, নতুন চাকরির সুযোগও আসতে পারে এবং বাড়বে মাইনে

910
মকর রাশি: আসন্ন ২০২৫ সালে শনির রাশির স্থান পরিবর্তন হবে

তাই মকর রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতি থেকে মুক্তি পেতে পারেন। কাজে সফলতা এবং অর্থলাভের সুযোগ অনেকটাই বাড়বে

1010
জীবনে আসবে সুখ এবং শান্তি

সেইসঙ্গে, চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Disclaimer: এই প্রতিবেদনে লেখা তথ্য এশিয়ানেট নিউজ বাংলার নিজস্ব মতামত নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos