110

আর সেই রাহু আগামী বছরের ১৮ মে,
বিকেল ৪.৩০ মিনিটে কুম্ভ রাশিতে যাত্রা করবে।
210
যার ফলে, ৩টি রাশির ভাগ্যের চাকা কার্যত ঘুরে যেতে পারে
তাহলে ভাগ্য ফিরবে কোন কোন রাশির?
310
বৃষ রাশি: দারুণ সময় আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য
অনেক দিনের আটকে থাকা কাজ সহজেই শেষ হয়ে যাবে।
410
তাছাড়া বাড়িতে কোনও শুভ কাজও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে
চাকরি এবং ব্যবসাতে উন্নতির প্রবল সম্ভাবনা। সেইসঙ্গে, পরিবারে সকলের সঙ্গে ভালোই সময় কাটবে।
510
মিথুন রাশি: সুদিন আসছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য
যারা চাকরি খুঁজছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে আসবে অনেক টাকা।
610
হতে পারে প্রোমোশন
ব্যবসাতে বড় চুক্তি থেকে লাভের সম্ভাবনা প্রবল।
710
কুম্ভ রাশি: আগামী বছর এই রাশির জাতক-জাতিকাদের জন্য দুর্দান্ত সময় অপেক্ষা করে আছে
আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এবং বাড়বে আয়।
810
চাকরিতে মিলবে প্রশংসা
সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক হবে আরও মজবুত।
910
তাহলে জেনে গেলেন তো কোন তিন রাশি?
1010
Disclaimer: কারও ভাগ্য নির্ধারণ এশিয়ানেট নিউজ বাংলা করে দিতে পারে না