শনিদেবের আশীর্বাদ! ২০২৬ সালে এই ৩ রাশি হাতে পাবেন মুঠো মুঠো টাকা আর সুনাম

Published : Dec 20, 2025, 12:08 PM IST

 জ্যোতিষ ও হিন্দু শাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শনিদেবের। শনিদেব কর্মের ফল প্রদান করেন। এমনটাই ধরা হয় পুরাণে। শনিদের কোপে পড়লে তার জীবন জেরবার হয়ে যায়।

PREV
16
শনিদেব

জ্যোতিষ ও হিন্দু শাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শনিদেবের। শনিদেব কর্মের ফল প্রদান করেন। এমনটাই ধরা হয় পুরাণে। শনিদের কোপে পড়লে তার জীবন জেরবার হয়ে যায়। তেমনই শনিদেবের আশীর্বাদে জীবন ধন্য আর ফুলেফেঁপে ওঠে।

26
শনির গোচর

শনিদেব ২০২৬ সালের জানুয়ারিতেই রাশি পরিবর্তন করবেন। তাও আবার ৩০ বছর পরে। এই সময় থেকে শনিদেব নিদের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। যা তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ। তাদের জীবন অর্থ-সম্মানে পরিপূর্ণ হবে।

২০ জানুয়ারি , পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির গোচর হবে। একটি এদিন দুপুর ১২:১৩ মিনিটে , শনি পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদে গোচর করবে । যখন কোনও গ্রহ তার নিজস্ব নক্ষত্রে থাকে , তখন এটি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং তার নিজস্ব নক্ষত্রের ফল দেয়।

36
মকর রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৬ সাল খুব ভাল যাবে মরক শারির জাতক ও জাতিকাদের। এরা কর্মজীবন ও ব্যবসায় খুব উন্নতি করবে। আগের থেকে যাওয়া বা আটকে থাকা কাজ শেষ হবে। এদের সম্মান ও সুনাম বৃদ্ধি। পুরনো বন্ধুদের সাহায্য পাবেন।

46
কন্যা রাশি

কন্যা রাশির জাতক ও জাতিকাদের কঠোর পরিশ্রমের পুরষ্কার পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। ব্যাবসায়ে লাভ পাবেন। সম্পদ বৃদ্ধি ও আর্থিক লাভ হতে থাকবে। পরিবারের কাছ থেকে প্রচুর সাহায্য পাবে এরা।

56
কুম্ভ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা কর্মজীবন ও ব্যবসায়ে সুফল আর সমৃদ্ধি পাবেন। বড় বিনিয়োগ লাভজনক হবে। সামাজিক প্রভাব আর প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সন্তান সম্পর্কে সুসংবাদ পাবেন। পুরনো বিরোধের সমাধান হবে.

66
বিশেষ দ্রব্যষ্ট

এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য সরবরাহের জন্য কোনও জাতক বা জাতিকার ভাগ্য সম্পর্কে কোনও মতামত দিচ্ছে না এশিয়ানেট নিউজ বাংলা। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories