শনিদেব ২০২৬ সালের জানুয়ারিতেই রাশি পরিবর্তন করবেন। তাও আবার ৩০ বছর পরে। এই সময় থেকে শনিদেব নিদের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। যা তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ। তাদের জীবন অর্থ-সম্মানে পরিপূর্ণ হবে।
২০ জানুয়ারি , পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির গোচর হবে। একটি এদিন দুপুর ১২:১৩ মিনিটে , শনি পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদে গোচর করবে । যখন কোনও গ্রহ তার নিজস্ব নক্ষত্রে থাকে , তখন এটি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং তার নিজস্ব নক্ষত্রের ফল দেয়।