Horoscope: এই পাঁচ রাশি খুবই ঘরকুনো হয়, পরিবারের সঙ্গে কাটাতেই বেশি ভালবাসে

পাঁচ রাশির জাতক ও জাতিকা রয়েছে যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালবাসে। সাধারণভাবে একটু ঘরোয়া প্রকৃতির হয়।

 

রাশিফল থেকে একজন মানুষ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া যায়। রাশিফল বলে দেয় একজন মানুষ তা সে ছেলে হোক বা মেয়ে - কেমন প্রকৃতির হয়। তেমনই কিছু রাশির জাতক ও জাতিকা রয়েছে যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালবাসে। সাধারণভাবে একটু ঘরোয়া প্রকৃতির হয়। বাইরে বার হতে খুব একটা পছন্দ করে না। আসুন দেখেনি যেসব রাশির মানুষ একটু ঘরকুনো প্রকৃতির হয় তারা কারা-

কর্কট রাশি

Latest Videos

এই রাশির জাতক ও জাতিকারা খুব আবেগপ্রবণ হয়। এরা ঘরে থাকতে পছন্দ করে। ঘরোয়া পরিবেশে এরা স্বাচ্ছন্দ্যবোধ করে। পরিবারের জন্য এরা সর্বদাই সময় বার করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে প্রবল আনন্দ পায়। বাড়িতে থাকা এদের কাছে চরম আরামদায়ক। অনেকেই এদের ঘরকুনো বসে থাকে। কিন্তু এরা বাইরের কাজ মিটিয়েও বাড়িতে থাকার সময় বার করে নেয়।

বৃষ রাশি

এই রাশির জাতক ও জাতিকা অন্যান্ত নির্ভরযোগ্য হয়। এরা খুবই শান্ত প্রকৃতির হয়। পরিবারের এদের কাছে অনেকটা তীরে এসে দাঁড়ানো নোংরের মত। বৃষরাশির মানুষ খুবই স্থিতিশীল আর নিরাপদ হয়। এরা পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করে। বাইরে আড্ডা না দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়া এদের অনেক প্রিয় বিষয়। তবে এরা কিন্তু খুব ভাল বন্ধু হয় যে কোনও মানুষের।

মীন রাশি

এরা খুবই অভিমানী হয়। সহানুভূতিশীল হয় । মীনেরা পরিবারের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করতে পারে। এরা পরিবারের সদস্যদের পাশে সর্বদা দাঁড়াতে পারে। এরা নিজেদের স্বপ্ন আর ই্চ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সর্বদা চায়। পরিবারের সদস্যদের গভীরভাবে অনুপ্রাণিত করতে পারে। নিজেরাও পরিবারের সদস্যদের সান্নিধ্যে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। আনন্দ পায়।

কন্যা রাশি

এরা প্রবল চিন্তাশীল হয়ে থাকে। পরিবারের জন্য নিজেদের মূল্যবান সময় এরা দিতে পারে। পরিবারের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত এরা চরমভাবে উপভোগ করে। পরিবারের সময় এরা যে সময় কাটায় তা এদের কাছে মহাগাজতিক বলে মনে হয়। এরা পরিবারের সদস্য আর আত্মীয়দের সঠিকভাবে গাইড করার ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

তুলা রাশি

এই রাশির জাতক ও জাতিকা খুব শান্ত প্রকৃতির হয়। নিজের কাজ ছাড়া বাইরের যেতে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করে না। একা খুব ভাল কূটনীতিক হয়। কিন্তু বাড়ির মধ্যে বসে বসে যে কোনও কাজের পরিকল্পনা নিখুঁত করতে পারে। পরিবারের সদস্যদের সময় সময় কাটানোকে এরা মূল্যবান বলে মনে করে।

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি