Horoscope December 2024: ডিসেম্বর মাস পড়তেই হাতে টাকা, প্রেম সুখ এবং প্রোমোশন! মালামাল তিন রাশি

আর মাত্র কয়েকদিন। তারপরই ডিসেম্বর মাস।

Subhankar Das | Published : Nov 27, 2024 6:41 PM
110
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই মাসেই কপাল খুলতে চলেছে তিন রাশির।

বলা চলে, সুসময় কার্যত আসন্ন।

210
বৃষ রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আসবে খুশির দিন

অপূর্ণ কাজ সম্পন্ন হবে।

310
সেইসঙ্গে, প্রেমের সম্পর্কেও আসবে দুর্দান্ত কিছু মুহূর্ত

এছাড়া জীবনে বেশ কিছু পরিবর্তনও আসবে।

410
কর্মস্থলে প্রশংসা পাবেন এই রাশির জাতক-জাতিকারা

মিলবে প্রোমোশন এবং বাড়বে মাইনে।

510
মকর রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জন্য সুখের সময় আসছে

দীর্ঘদিন ধরে না হওয়া কাজ মিটিয়ে ফেলতে পারবেন তারা।

610
মামলা-মোকদ্দমার বিষয়ে সফলতা মিলবে

পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারবেন মকর রাশির জাতক-জাতিকারা। 

710
চাকরিজীবীদের জন্য বেশ ভালো সময় আসছে

কারণ, ব্যবসায় লাভভান হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

810
বৃশ্চিক রাশিঃ প্রেমজীবনে আসবে শান্তি

অন্যদিকে, বাড়বে মাইনে। 

910
পদোন্নতি হবে কাজের জায়গায়

সামাজিক সম্মানও অনেকটাই বাড়বে। 

1010
সমস্ত কাজেই ভাগ্যের সহায়তা পাবেন তারা

ওদিকে ব্যবসাতেও বিপুল লাভের সম্ভাবনা রয়েছে।

Disclaimer: এই প্রতিবেদনে লেখা তথ্য এশিয়ানেট নিউজ বাংলার নিজস্ব মতামত নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos