Horoscope: সাবধান! এই ৪ রাশির সঙ্গে সমস্যায় জড়ালে বিপদ কিন্তু আপনারই

সম্পর্ক মানেই ভাবভালোবাসা, ঝগড়াঝাটি , মান অভিমান, মান অপমান। কিন্তু আপনি যে কোনও সমস্যায় পড়ার আগে জেনে নিন চার রাশির কথা , যাদের সঙ্গে সমস্যায় জড়ালে বিপদে পড়তে পারেন আপনিও।

 

একজন মানুষের সঙ্গে অন্য মানুষের সম্পর্ক থাকেই। সম্পর্ক ছাড়া মানুষ কখনই পূর্ণ হয় না। কিন্তু যে কোনও সম্পর্কেই নানা ধরনের সমস্যা থাকে। সম্পর্ক মানেই ভাবভালোবাসা, ঝগড়াঝাটি , মান অভিমান, মান অপমান। কিন্তু আপনি যে কোনও সমস্যায় পড়ার আগে জেনে নিন চার রাশির কথা , যাদের সঙ্গে সমস্যায় জড়ালে বিপদে পড়তে পারেন আপনিও। কারণ জ্যোতিষ বলছে এদের সঙ্গে বিশৃঙ্খলা করা কখনই উতিৎ নয়।

১. বৃশ্চিক রাশি

Latest Videos

এজা অত্যান্ত চিত্তাকর্ষক হয়। এরা যে কোনও মানুষের ভয়ের কারণ হতে পারে। তবে এদের ব্যক্তিত্ব চৌম্বকের মত হয়। এদের সংকল্প দৃঢ়় হয়। তাই কেউ যদি এদের সঙ্গে সমস্যা তৈরি করে এরা তাদের কোনও দিনও মাফ করে না। প্রতিশোধ স্পৃহা এদের অনেক বেশি। এদের আবেগই এদের শক্তি।

২. সিংহ রাশি

সিংহ রাশির জাতক ও জাতিকারা প্রবল আত্মবিশ্বাসী হয়। এরা খুবই উষ্ণ মনের হয়। তবে এদের প্রকৃতি বিষ্ময়কর। এরা শ্রদ্ধা, প্রশংসা, কামনা, গ্রহণ করতে পারে। কিন্তু এরা কখনই নিজেদের অপমান হজম করতে পারে না। আর সেই কারণ কোনও সমস্যা তৈরি হলে এরা সর্বদাই নিজেদের অপমাণিত মনে করে। তাই সেই ঘটনার বদলা নিতে বদ্ধপরিকর হয়। তাই এদের সঙ্গে সমস্যায় জড়ালে এরা হয়তো কোনও দিনই আপনাকে মাফ করতে পারে না।

৩. বৃষ রাশি

এই রাশির জাতক ও জাতিকা সুন্দর মনের অধিকারী হয়। এরা খুবই স্থিতিশীল। এরা সংকল্পে অটল থাকে। এদের আনুগত্য মুদ্ধ করার মত। এদের ধৈর্য্যকে যে কোনও মানুষ চ্যালেঞ্জ করতে পারে। বৃষরাশি একগুঁয়ে স্বভাবের হয়। আর সেই কারণে এদের সঙ্গে কারও সমস্যা তৈরি হলে এরা সহজে তা ভুলে যায় না। সেই বিষয় দীর্ঘদিন মনে রাখে। তাই সহজ সম্পর্ক আর ফেরা নাও হয়ে উঠতে পারে।

৪. কুম্ভরাশি

এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত প্রগতিশীল হয়। এরা স্বপ্ন দেখতে খুব ভালবাসে। এই রাশির মানুষ বিদ্রোহী প্রকৃতির হয়। এরা স্বাধীনচেতা হয়। স্বাধীনতাকে জীবনে মূল্য দিতে পারে। তাই কারও ওপর জোর করে না। এরা খোলামেলা প্রকৃতির হয়। কিন্তু এদের সঙ্গে যদি এরা যদি কাউকে এদের জীবনের ব্ল্যাক লিস্টে করে দেয় তাহলে সংশ্লিষ্টের সঙ্গে জীবন ভর সম্পর্ক স্বাভাবিক হয় না অনেক সময় এরা প্রতিপক্ষকে বিপদে ফেরার জন্য ওঁৎ পেতে থাকে।

 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু