Horoscope: পেট-পাতলা ৪ রাশিকে জেনে নিন, অতি আবেগের বশেই এরা ফাঁস করে গোপন কথা

Published : Dec 04, 2023, 05:51 PM IST
Daily Horoscope

সংক্ষিপ্ত

আমরা পেট পাতলা বলি, আদতে তারা নিজেদের মনের সকল কথা শেয়ার করতে পারে। সহজেই সব কথা হুড়হুড় করে বলে দেয়। এটাও কিন্তু নির্ভর করে রাশিচক্রের ওপর। 

জ্যোতিষশাস্ত্র অনেক মানুষের জীবনের কৌতুহল নিবারণ করতে পারে। তেমনই মানুষের চরিত্রের কথাও প্রকাশ্যে বলে দেয়। এমন অনেক মানুষ রয়েছে যাদের আমরা পেট পাতলা বলি, আদতে তারা নিজেদের মনের সকল কথা শেয়ার করতে পারে। সহজেই সব কথা হুড়হুড় করে বলে দেয়। এটাও কিন্তু নির্ভর করে রাশিচক্রের ওপর। আসুন দেখেনি সেই রাশির মানুষরা কারা কারা হতে পারে যারা নিজেদের জীবনের গোপন কথা গোপন রাখতে পারে না।

মিথুন রাশি-

এদের দ্বৈতসত্ত্বা রয়েছে। এদের যোগাযোগ ক্ষমতা দুর্দান্ত হয়। যদিও এরা বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়। তবে এরা গোপন কথাটিও গোপন রাখতে পারে না। এরা নিজেদের মনের কথা গোপন কথা খুব সহজেই উজার করে দেয়। এদের মানসিক উদ্দীপনা হয় যে এরা অনেক সময় চুপ করে থাকতে পারে না। আর সেই কারণেই গোপন কথা ফাঁস হয়ে যায়।

ধনু রাশি

ধনু রাশির জাতক ও জাতিকারা সর্বদা সাহসী হয়। সর্বদাই উত্তেজনা প্রবণ হয়। এরা খোলামেলা প্রকৃতির হয়। যা এদের গোপন রাখার প্রবণতাকে সহজে কমিয়ে দেয়। তাই এরা খুব সহজেই নিজের গোপন কথাটিও ফাঁস করে দেয়।

সিংহ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা স্পষ্টলাইটে থাকতে চায়। এদের রাজকীয় আচার-আচরণের জন্যও অনেক সময়ে এরা গোপন কথা ফাঁস করে দেয়। কারণ এরা সকলকে চমকে দিতে ভালবাসে। যেকোনও স্থানে নিজের প্রাধান্য বজায় রাখতে পারে। আর সেই কারণে গোপন কথা ফাঁস করতে দ্বিধাগ্রস্ত হয় না। জনপ্রিয় হওয়ার জন্যও অনেক সময় এরা এজাতীয় কাজ করে।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক ও জাতিকারা অন্যদের গোপনীয়তা সম্পর্কে খুব আগ্রহী হয়। আর সেই কারণে নিজের আবেগের বশে এরা নিজেদের গোপন কথা সহজে ফাঁস করে দেয়। এদের অনুসন্ধানী মন গোপন তথ্য প্রকাশ করতে পারে।

PREV
click me!

Recommended Stories

First Solar Eclipse 2026: বছরের প্রথম সূর্যগ্রহণ, এই রাশিগুলির জন্য শুরু হচ্ছে কঠিন সময়!
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে সোমবার দিনটি, রইল জ্যোতিষ গণনা