Horoscope: প্রেমের ভরপুর হলেও এই চার রাশি রোমান্টিক হতে পারে না, রইল তালিকা

Published : Nov 20, 2023, 06:01 PM ISTUpdated : Nov 20, 2023, 07:14 PM IST
gujarat govt love marriage,

সংক্ষিপ্ত

চার রাশির মানুষ রয়েছে যারা প্রেম করে, বিয়ে করে, সংসার ধর্মও পালন করে। কিন্তু এরা খুব একটা রোমান্টিক নয়। কারণ রোমান্টিকতা এদের খুব সহজে আসে না। 

রাশিচক্র অনুযায়ী প্রত্যেক মানুষের জীবন ঠিক কেমন হয়, তারদের মানসিকতা কেমন হয় সবই জানা যায়। সেই সঙ্গে জানা যায় কোন রাশির প্রেম জীবন কেমন হয়। চার রাশির মানুষ রয়েছে যারা প্রেম করে, বিয়ে করে, সংসার ধর্মও পালন করে। কিন্তু এরা খুব একটা রোমান্টিক নয়। কারণ রোমান্টিকতা এদের খুব সহজে আসে না। আসুন দেখেনি সেই রাশিগুলি কিকি

মীনরাশি

আবেগে ভরপুর একা। এরা স্বপ্ন দেখতে ভালবাসে। কিন্তু এরা সবকিছু নিয়ে অত্যান্ত চিন্তাভাবনা করে। আর সেই কারণে এরা রোমান্টিক হতে পারে না। এরা অত্যান্ত সংবেদনশীল হয়। প্রেমের বিষয়ে এরা আদর্শ হয়। দায়িত্ব আর কর্তব্য বোধ প্রবল। কিন্তু রোমান্টিক হতে এগুলি বাদা হয়ে দাঁড়ায়। এরা কখনই নিজেদের আবেগের বহিঃপ্রকাশ করে না। প্রেমের ক্ষেত্রে নিজেদেরকে গুটিয়ে রাখতেই ভালবাসে।

কর্কট রাশি

এই রাশির জাতক ও জাতিকারা ভালবাসা খুবই যত্নসহকারে লাললনপালন করে। এদের একটি চিহ্ন যা গভীর মানসিক বন্ধনে আবদ্ধ থাকতে ভালবাসে। কিন্তু প্রেম এদের জীবনে অনেকটা জুড়ে থাকে। তবে এরা তা কখনই তা ভাষায় প্রকাশ করতে পারে না। কর্কট রাশির মানুষ নিরাপত্তা ও উষ্ণতা পছন্দ করে। আর সেই কারণে এরা রোমান্টিকতা কখনই প্রকাশ করে না।

তুলা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা খুব সাবধানী হয়। এরা খুবই নান্দনিক হয়। স্বাভাবিক জীবন যাপন করতে পছন্দ করে। এরা শিল্প আর প্রেমকে নিখুঁতভাবে মেলাতে পারে না। স্বভাবত এরা একটু লাজুক প্রকৃতির হয়। আ সেই কারণে এরা রোমান্টিক হলেও নিজেদেরকে গুটিয়ে রাখছে পছন্দ করে।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক আর জাতিকারা অত্যান্ত আবেগপ্রবণ হয়। এরা নিজেদের উচ্ছ্বাস গুটিয়ে রাখতে সিদ্ধহস্ত। আর তেমনভাবেই এরা নিজেদের প্রেম আর রোমান্টিকতা লুকিয়ে রাখতে চায়। তবে এরা খুবই কর্তব্যপরায়ণ হয়। কিন্তু রোমান্টিক পরিবেশ পছন্দ করলেও এরা নিজেদের রোমান্টিকতা প্রকাশ করতে পারে না।

 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল