এরা স্বভাবত খুবই ব্যস্ত ধরনের হয়। এরা খুব দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়ে। তেমনই এরা দ্রুত সম্পর্ক থেকে বেরিয়ে আসে।
প্রেম অত্যান্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। অনেক সময় এই প্রেমের সম্পর্ক মানুষের জীবনে অনেক সময় বোঝা হয়ে যায়। সেই সময় এরা দ্রুত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তবে এরা স্বভাবত খুবই ব্যস্ত ধরনের হয়। এরা খুব দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়ে। তেমনই এরা দ্রুত সম্পর্ক থেকে বেরিয়ে আসে।
মেষ রাশি
মেষ রাশি এরা প্রবল অবেগপ্রবণ হয়। এরা খুব ব্যস্তবাগিস হয়। প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা এদের কাছে সুখকর নয়। এরা খুব দ্রুত অন্যের কাছে স্বীকৃতি দাবি করে। কিন্তু তা যদি না পায় তাহলে সম্পর্ক নিয়ে এরা কাঁটাছেঁড়ে শুরু করে দেয়। এরা খোলা মন নিয়ে সবকিছু চিন্তাভাবনা করে না। অনেক সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। মেষ রাশির জাতক ও জাতিকাদের সহ্যশক্তি খুব কম। তাই এরা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে দ্বিধা করে না।
সিংহ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা প্রশংসা পেতে সবকিছু করতে চায়। এরা যেকোনও কাজে মনোযোগ করতে চায়। আর সেই কারণে সম্পর্ক যদি এদের কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এরা দ্বিধা করে না। এরা সাধারণত খুব উদার হৃদয়ের হয়ে থাকে। এরা তাদের অংশীদারদের কাছ থেকে সর্বদা উৎসহ আর প্রত্যাশা আসা করে। আর সেই কারণে সর্বদা প্রতিশ্রুতি পুরণ করতে চায় না।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক ও জাতিকারা সম্পর্কের তীব্রতা ও গভীরতার জন্য পরিচিত। তারা মানসিক সংযোগ ও গভীর বোঝাপড়া কামনা করে। সম্পর্কের বিষয়ে অজ্ঞতা এদের কাছে সম্পর্ক ভাঙার অন্যতম শর্ত হয়ে দাঁড়ায়। এরা খুব বিশ্বাসঘাতকা করে। সঙ্গীর অনুভূতি নিয়ে গুরুত্ব দেয় না। বৃশ্চিক রাশির মানুষ অত্যান্ত আবেগপ্রবণ হয়। তবে এরা নিজেদের খুব ভাল করে রক্ষা করতে পারে।
মীন রাশি
এই রাশির জাতক ও জাতিকারা স্বপ্নময় আর আদর্শবাদী প্রকৃতির হয়। এরা গভীর মানসিক সংযোগ খোঁজে। এরা প্রায়ই আবেগকে আন্তরিকভাবে বিনিয়োগ করে। মীন রাশির মানুষ সঙ্গীকে উপেক্ষা করলে বিচ্ছিন্নতা ও দুঃখেকর অনুভূতি পেতে পারে। মীন রাশির মানুষ মানসিক চাহিদাকেই সবথেকে বেশি প্রাধান্য দেয়। এরা সর্বদা নিজের দিকটাই বেশি করে দেখ। আর সেই কারণে সঙ্গীর সঙ্গে মিল না হলে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসতে চায়।