Horoscope: আবেগ লুকিয়ে রাখতে এরা অত্যান্ত পারদর্শী, মনের কথা সহজে বলে না

কোনও মানুষের আবেগ কেমন হয় তা কতটা তারা বহিঃপ্রকাশ করে তাই বলে দেওয়া যায়। আসুন আজ আমরা দেখেনি রাশিচক্রের কোনও রাশির মানুষরা তাদের আবেগ লুকিয়ে রাখতে পারে।

 

Saborni Mitra | Published : Dec 22, 2023 12:36 PM IST

রাশিফল যে কোনও মানুষের মনের কথাও বলে দেয়। পাশাপাশি বলে দেয় কোনও মানুষের আবেগ, তার মনের টানাপোড়েনেরও কথা তুলে ধরে। কোনও মানুষের আবেগ কেমন হয় তা কতটা তারা বহিঃপ্রকাশ করে তাই বলে দেওয়া যায়। আসুন আজ আমরা দেখেনি রাশিচক্রের কোনও রাশির মানুষরা তাদের আবেগ লুকিয়ে রাখতে পারে।

মকর রাশি

Latest Videos

মকর রাশির জাতক ও জাতিকারা নিজেদের সংকল্পে অটল থাকে। প্রতিশ্রুতি দিলে যে কোনও পরিস্থিতিতে তারা সেই কথা রাখতে বদ্ধপরিকর। এরা প্রচুর কথা বলে। কিন্তু কখনই নিজের আবেগ অন্যের কাছে প্রকাশ করে না। নিজেদের দুর্বলতা এরা প্রকাশ করতে পারে না। এরা নিজেদেরকে সহজে নিয়ন্ত্রণে রাখতে পারে। কারও কাছে মনের ভাব প্রকাশ করতে চায় না।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক ও জাতিকারা অন্তর্দৃষ্টি ও রহস্যের সহজাত অনুভূতির উত্তরাধিকারি। এদের মানসিক গভীরতা দুর্দান্ত। আবেগ এদির জন্মগত সঙ্গী। কিন্তু এরা সহজে কারও কাছে নিজেকে প্রকাশ করে না। বৃশ্চিক রাশি সাধারণত শান্ত স্বভাবের হয়। ভাঙব তবু মচকাব না - এমন মনোভাবের জন্য এরা সর্বত্র পরিচিত হয়।

কুম্ভ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা মন ও জীবনের যৌক্তিক পদ্ধতিগুলির জন্য পরিচিত। এরা উষ্ণ বন্ধুত্বপূর্ণ হয়। কিন্তু সর্বত্রই নিজের আবেগ লুকিয়ে রাখে। যুক্তিদ্বারা পরিচিলিত হয়। এদের সহজে ভুলিয়ে দেওয়া যায় না। এরা অত্যান্ত দৃঢ় মনের হয়।

মীন রাশি

এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত কোমল স্বভাবের হয়। এরা স্বপ্ন দেখতে খুব ভালবাসে। এরা আবেগপ্রবণ হলেও নিজেদের আবেগ লুকিয়ে রাখতে পারে। সহসা এরা নিজের মনের কথা কারও কাছে প্রকাশ করে না। মনের আবেগ যাতে কারও সামনে চট করে চলে না আসে তার চেষ্টা এরা সর্বদা করে।

 

Share this article
click me!

Latest Videos

Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু