Horoscope: সম্পর্ক-প্রেম টিকিয়ে রাখার জন্য এই পাঁচ রাশি সবরকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত

রাশিচক্রের পাঁচ রাশিকে যারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে।

 

রাশিচক্র অনুযায়ী বলা যায় একজন মানুষের জীবনের গতিপ্রকৃতি। সংশ্লিষ্ট ব্যক্তি কেমন মানুষ হবে, কেমন হবে তার প্রেম জীবন, বা সম্পর্কের জন্য এরা কতটা দায়বদ্ধ সবই বোঝা যায়। আসুন আজ দেখেনি রাশিচক্রের পাঁচ রাশিকে যারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য প্রায় সারা জীবন ধরেই এরা যুদ্ধক্ষেত্র অবতীর্ণ হয়। নিজের প্রেম বা সম্পর্ককে এরা জীবনের থেকেও বেশি মূল্য দেয়।

১. মেষ রাশি

Latest Videos

মেষ রাশির জাতক ও জাতিকারা নির্ভীক হয়। এরা অত্যান্ত আবেগপ্রবণ হয়। এদের উদ্যম প্রশংসনীয়। আর এই কারণে এদের প্রেম জীবন খুব একটা মসৃণ হয় না। সম্পর্কের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় এদের স্বভাব। তবে এদের দৃঢ়়তা আর স্বাধীনচেতা মনেভাব সম্পর্ক বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রেম বা সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার প্রবল লড়াইয়ের মুখোমুখি হয় এরা।

২. মিথুন রাশি

মিথুনরাশির জাতক ও জাতিকারা অত্যান্ত সামাজিক হয়। এরা দ্বৈত প্রকৃতির হয়। ভুল বোঝাবুঝি এদের জীবনের অঙ্গ। এদের বুদ্ধি আর যোগাযোগ তুখর হয়। কিন্তু ছোট ছোট ভুলগুলি এদের সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক হয় যায়। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এরা নিজের জীবন পর্যন্ত বাজি লাগাতে রাজি থাকে। অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখার যুদ্ধে এরা জয়ী হয়। মিথুন রাশি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য স্বচ্ছ যোগাযোগের ওপর নির্ভর করে।

সিংহ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত গর্বিত ও অহংকারী হয়। যে কোনও সম্পর্কের মধ্যে এরা শক্তি পরীক্ষা দিতে রাজি থাকে। আর সেই কারণে সবসময় সম্পর্ক স্থায়ী হয় না। তবে প্রয়োজনে নিজেদের অবস্থান বদল করে এরা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে। আর সেই কারণে সিংহ রাশির জাতক ও জাতিকাদের প্রায়ই নিজের সঙ্গে লড়াই করতে হয়।

Perfume tips: পারফিউমের ১০টি প্রতিকার, দাম্পত্য প্রেম থেকে আর্থিক সমৃদ্ধির উপায় রইল

মকর রাশি

এই রাশির জাতক ও জাতিকারা উচ্চাভিলাসী হয়। সম্পর্কের থেকেও সাফল্য তাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণে অনেক সময়েই এদের নিজেদের সঙ্গে লড়াই চলে। কোনও একটাকে বেছে নেওয়ার জন্য মানিসক যুদ্ধে অবতীর্ণ হতে হয়। জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য মকর রাশি সুস্থ সম্পর্কে বিশ্বাসী। আর সেই কারণেই এদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

Astro Tips:প্রেমে বিচ্ছেদ মোকাবিলায় রইল জ্যোতিষ টিপস, সহজেই স্বাভাবিক জীবনে ফেরার উপায়

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক ও জাতিকারা প্রবল আবেগপ্রবণ হয়। গভীর আবেগে ডুবে এরা দিকবিদিক শূন্য হয়ে যায়। সঙ্গী যা বলে তার কথায় চোখবন্ধ করে ভরসা করে। কিন্তু খুব তাড়াতাড়ি মোহভঙ্গ হয়। তাতে সম্পর্কের বাঁধন আল্গা হয়ে যায়। তবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এরা সঙ্গীর সঙ্গে বারবার কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করে ।

Horoscope:এই ৪ রাশির সম্পর্ক স্থায়ী হয় না, বারবার ব্রেকআপের মুখোমুখি হতে হয় এদের

 

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি