আপনার সঙ্গিনী কি আপনার অজান্তে অন্য কোনও মানুষের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছেন? রাশিফলেই জানতে পারবেন সেই গুপ্ত রহস্য

কর্কট থেকে কুম্ভ, মীন থেকে মকর, একেকটি রাশির মানুষেরা বিশেষ ধরনের মানুষ বা আবেগের প্রতি খুব আকৃষ্ট হয়ে থাকেন। আপনার বা আপনার সঙ্গীর আকর্ষণের অজানা রহস্যটি কী? জেনে নিন বিস্তারিত ।

 

Web Desk - ANB | Published : Mar 19, 2023 12:36 PM
126

একেক রাশির মানুষ একেক ধরনের মানুষকে খুবই পছন্দ করেন, নিজের খুব কাছের একজন না হলেও এই বিশেষ বৈশিষ্টগুলি থাকলে এঁরা দূরের মানুষেরও প্রেমে পড়ে যান।


 

226

কোন ধরনের মানুষ কোন ধরনের আবেগগুলিকে বেশি পছন্দ করেন? জেনে নিন। 

326

প্রথমেই আসি মেষ রাশির কথায়। এই রাশির মানুষেরা একটু দুর্বল আচরণের মানুষদের পছন্দ করেন।

426

যাঁরা অল্পেই খুব উত্তেজিত হয়ে যান, বা হেসে গড়িয়ে পড়েন, অথবা একটুতেই কেঁদে ভাসান, তাঁদের প্রতি খুব আকৃষ্ট হন মেষ রাশির জাতকরা।

526

এরপর আসে বৃষ রাশির কথা। এই রাশির মানুষেরা বেশ দুঃসাহসিক চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, ফলে এঁদের পছন্দটাও হয় সেরকমই মানুষদের।

626

‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’, এই মর্মে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ বিপজ্জনক মানুষজনের প্রেমে পড়েন বা তাঁদের প্রতি আকর্ষণ অনুভব করেন।

726

মিথুন রাশির মানুষজন এমনিতে বেশ শান্তশিষ্টই হয়ে থাকেন, তবে এঁদের প্রিয়জন পছন্দ করার অভিমুখটি থাকে একেবারে উলটো দিকে।

826

মিথুন রাশির জাতক জাতিকারা উন্মত্ত ব্যক্তিদের বেশ ভালোই পছন্দ করেন। উশৃঙ্খল জীবনযাত্রার মানুষরা এঁদের খুব প্রিয়।

926

কর্কট রাশির মানুষরা বেশ সহানুভূতিশীল হয়ে থাকেন। ফলে, এঁদের দ্বারা কাছের মানুষজন খুব উপকৃত হন।

1026

কর্কট রাশির জাতক বা জাতিকারা সাধারণত খুব আশাহীন মানুষের সমর্থনে পাশে এসে দাঁড়ান। ভেঙে পড়া মানুষকে ভালোবাসতে এঁদের জুড়ি নেই।

1126

সিংহ রাশির মানুষজন বেশ দাম্ভিক এবং গুরুগম্ভীর প্রকৃতির হয়ে থাকেন। সাধারণত এঁরা বেশ সাহসী হন এবং প্রভাব বিস্তার করতে পছন্দ করেন।

1226

ফলত, এই রাশির মানুষরা বেশ ভীতু, নমনীয়, কোমল প্রকৃতির মানুষদের সঙ্গী হিসেবে পেতে খুব পছন্দ করেন।

1326

কন্যা রাশির মানুষরা গুনের কদর করতে জানেন, এঁরা নিজেরাই বেশ জ্ঞানী হন, ফলে এই ধরনের মানুষরাও এঁদের খুব প্রিয়।

1426

কন্যা রাশির জাতক জাতিকারা নতুন সৃষ্টির বিষয়ে বেশ আগ্রহী, ফলে শিল্পী মানুষজনের প্রতি এঁরা খুবই আকৃষ্ট হন।

1526

তুলা রাশির মানুষরা আশেপাশের মানুষকে খুশি রাখতে পছন্দ করেন, তবে অনেক সময় সবাইকে খুশি করতে গিয়ে এঁরা জীবনে অনেক ভুলও করে ফেলেন।

1626

সাধারণত যাঁরা নিজেদের জীবনে অন্যান্য সঙ্গীসাথীদের দ্বারা উপহাসের শিকার হন, বা যাঁরা সত্যি সত্যিই খুব বোকা, উপস্থিত বুদ্ধি একেবারেই কম, তাঁদের প্রতি তুলা রাশির জাতক জাতিকারা বেশ আকৃষ্ট হন।

1726

এরপর আসে বৃশ্চিক রাশির কথা। এই রাশির মানুষরা বেশ একগুঁয়ে হন। যা চাইছেন, সেটার প্রতি স্থির লক্ষ্য রাখেন। তবে, আকর্ষণের ক্ষেত্রে এঁরা একটু ভিন্ন।

1826

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই প্রকৃত সত্যটা শুনতে চান না, বা গ্রহণ করতে চান না। সাধারণত এঁরা বেশ রহস্যময় মানুষজনের প্রতি খুব আকৃষ্ট হন, যাঁদের কথাবার্তা সোজাসুজি না হয়ে একটু লুকোনো স্বভাবের হয়ে থাকে।

1926

বিশ্বস্ত, বুদ্ধিমান, এবং সহানুভূতিশীল, তিনটে গুণই প্রকট থাকে ধনু রাশির জাতকদের মধ্যে। এঁরা আকৃষ্টও হন সেই ধরনের মানুষের প্রতিই।

2026

যেহেতু স্বাধীনতা, জ্ঞান এবং সংবেদনশীলতা ধনু রাশির প্রধান গুন, তাই তাঁদের মূলত পছন্দ হয় বুদ্ধিজীবী ধরনের মানুষদের।

2126

উচ্চাকাঙ্ক্ষী, দৃঢ়প্রতিজ্ঞ, শক্তিশালী মনের মানুষ হন মকর রাশির মানুষরা। এঁদের আকর্ষণের অভিমুখ খানিকটা একরকমের হলেও সেটা পুরোপুরি এঁদের মতো নয়।

2226

মকর রাশির জাতক জাতিকারা বেশি অধিকারী গোছের মানুষদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এঁদের কেউ অধিকার করে রাখলে এঁদের সেটা খুব পছন্দ হয়।

2326

কুম্ভ রাশির জাতক জাতিকারা যেমন ব্যতিক্রমী চিন্তাধারার মানুষ হয়ে থাকেন, তেমনই এঁরা আবার বেশ আত্মনির্ভরও হন। কিন্তু, পছন্দের ক্ষেত্রে এঁরা অবশ্যই চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভালোবাসেন।
 

2426

যেচে নিজের বা অন্য কারুর জীবনে সমস্যা তৈরি করতে ওস্তাদ, এমন মানুষদের খুব পছন্দ করেন কুম্ভ রাশির মানুষরা। কারণ, তাঁরা নিজেরাই সমস্যা সমাধানে যথেষ্ট চতুর এবং দক্ষ হন।

2526

সহানুভূতিশীল, শৈল্পিক, খামখেয়ালি সবকিছুর সংমিশ্রণে তৈরি হন মীন রাশির জাতক জাতিকারা। যেহেতু নিজেরাই খুব আবেগপ্রবণ হন, সেজন্য পছন্দগুলিও তেমনই হয়ে থাকে।

2626

ভাবুক প্রকৃতির লোকজনের প্রতি মীন রাশির মানুষদের একটু বেশিই আকর্ষণ থাকে। এঁদের পছন্দের প্রধান অভিমুখ হল কবি এবং লেখক।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos