Lottery Ticket Number: লটারি কাটার আগে জেনে নিন রাশি অনুসারে আপনার শুভ সংখ্যা! তবেই করতে পারবেন বাজিমাত

Published : Jun 28, 2025, 11:01 AM ISTUpdated : Jun 28, 2025, 11:04 AM IST

লটারি জেতার জন্য কোন নম্বর শুভ, তা জানতে অনেকেই আগ্রহী। রাশিচক্র অনুযায়ী কিছু সংখ্যা লটারি জেতার সম্ভাবনা বাড়াতে পারে। তবে এটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে।

PREV
115

যারা লটারি কাটেন তাঁদের অনেকেরই এটা মনে করেন যে, কোন কোন নম্বরের আজ খেলা হবে সেই নম্বরটা জানা গেলে, লটারি কাটলেই প্রথম পুরষ্কার জিতে জেতাম। লটারি খেলাটা যে পুরও ভাগ্যের ব্যাপার এটা নিয়ে কারও কোনও সন্দেহ নেই। 

215

তাই আগে থেকে কোন সংখ্যার লটারি কেটে লাভ হবে সেটা কেউই বলতে পারে না। আবার লটারির টিকিট কাটলেই যে পুরস্কার জিততে পারবেন, এই ধারনাও সম্পূর্ন ভুল। কারণ, সঠিক নাম্বার বাছাই করে লটারির টিকিট কাটা অসম্ভব। এই বিষয়টা পুরোপুরি নির্ভর করে গ্রাহকের ভাগ্যের উপর।

315

তবে জ্যোতিষশাস্ত্র মতে, রাশি অনুযায়ী নাকি টিকিট কাটলে পুরস্কার জিতে নেওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বৃদ্ধি পায়। তবে এমনটাও নয় যে কাটলেই জিতবেন। তবে জেনে নিন রাশি অনুসারে কোন সংখ্যার টিকিট কাটলে সম্ভাব্য পুরস্কার জিতে নেওয়া সম্ভব জেনে নিন।

415

দেখে নিন রাশি অনুযায়ী আপনার লটারি কাটার জন্য শুভ সংখ্যা কোনটা:

মেষ– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ২, ৪, ৫, ৬, ৯, ৪১, ৪৭, ৪৯, ৬০, ৬৭।

515

বৃষ– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ১, ৪, ৫, ৯,১৪, ১৮, ২২, ৩১, ৩৭, ৫১।

615

মিথুন– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ১, ২, ৪, ৫, ৭, ১১, ১৯, ৫২, ৬৮।

715

কর্কট– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ১,৪, ৫, ৬, ১০, ১৫, ২৮, ৩৭, ৬৮।

815

সিংহ– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ২, ৩, ৫, ৬, ৭, ২১, ২৩, ৫১, ৬১, ৬৪।

915

কন্যা– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ১, ৩, ৪, ৫, ৯, ১৩, ১৮, ১৯, ২১, ৪০।

1015

তুলা– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ১, ৩, ৪, ৯, ১৫, ২৭, ৫৪, ৬৪।

1115

বৃশ্চিক– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ১, ২, ৩, ৭, ৮, ১০, ২০, ২১, ৩৫।

1215

ধনু– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ১, ২, ৭, ৯, ১১, ২৭, ৩৪, ৬৩, ৬৫।

1315

মকর– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ৪, ৫, ৬, ৮, ১৩, ২৩, ২৬, ৫১।

1415

কুম্ভ– এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ২, ৪, ৬, ৭, ৮, ১৫, ২৯, ৩১, ৪৯, ৬৯।

1515

মীন–এই রাশির জন্য অত্যন্ত শুভ সংখ্যা হল- ৫, ৬, ৮, ৯, ১৪, ১৮, ২৪, ৩৩, ৬০, ৬৮।

দ্রষ্টব্য: এশিয়েনেট নিউজ বাংলা কখনোই এই ধরনের লটারি খেলার মতো বিষয়কে উৎসাহ দেয় না। এটি কেবল মাত্র তথ্য হিসেবেই প্রকাশ করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories