Published : Jun 28, 2025, 11:01 AM ISTUpdated : Jun 28, 2025, 11:04 AM IST
লটারি জেতার জন্য কোন নম্বর শুভ, তা জানতে অনেকেই আগ্রহী। রাশিচক্র অনুযায়ী কিছু সংখ্যা লটারি জেতার সম্ভাবনা বাড়াতে পারে। তবে এটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে।
যারা লটারি কাটেন তাঁদের অনেকেরই এটা মনে করেন যে, কোন কোন নম্বরের আজ খেলা হবে সেই নম্বরটা জানা গেলে, লটারি কাটলেই প্রথম পুরষ্কার জিতে জেতাম। লটারি খেলাটা যে পুরও ভাগ্যের ব্যাপার এটা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।
215
তাই আগে থেকে কোন সংখ্যার লটারি কেটে লাভ হবে সেটা কেউই বলতে পারে না। আবার লটারির টিকিট কাটলেই যে পুরস্কার জিততে পারবেন, এই ধারনাও সম্পূর্ন ভুল। কারণ, সঠিক নাম্বার বাছাই করে লটারির টিকিট কাটা অসম্ভব। এই বিষয়টা পুরোপুরি নির্ভর করে গ্রাহকের ভাগ্যের উপর।
315
তবে জ্যোতিষশাস্ত্র মতে, রাশি অনুযায়ী নাকি টিকিট কাটলে পুরস্কার জিতে নেওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বৃদ্ধি পায়। তবে এমনটাও নয় যে কাটলেই জিতবেন। তবে জেনে নিন রাশি অনুসারে কোন সংখ্যার টিকিট কাটলে সম্ভাব্য পুরস্কার জিতে নেওয়া সম্ভব জেনে নিন।