Janmashtami 2025: মিলবে শ্রীকৃষ্ণের কৃপা, জন্মাষ্টমীর পর ভাগ্য বদল হবে এই চার রাশির, সর্বক্ষেত্রে মিলবে সাফল্য

Published : Aug 12, 2025, 12:33 PM IST

চলতি সপ্তাহেই জন্মাষ্টমী। শাস্ত্র মতে, চার রাশি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই রাশিগুলির জাতক-জাতিকাদের জীবনে জন্মাষ্টমীর পর থেকে শুরু হবে এক নতুন অধ্যায়।

PREV
15

হাতে আর কটা দিন। চলতি সপ্তাহেই জন্মাষ্টমী। ঘরে ঘরে পুজিত হবেন শ্রী কৃষ্ণ। এবছর ১৬ আগস্ট পড়েছে জন্মাষ্টমী। এবছরের জন্মাষ্টমী চার রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের জন্মদিনে জীবনের সকল বাধা কাটিয়ে উঠবেন এই চার রাশি।

25

শাস্ত্র মতে, এই চার রশি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই চার রাশির জাতক জাতিকার জীবনের সকল দুঃখ শ্রীকৃষ্ণ দূর করে থাকেন। আর রইল সেই সকল রাশির কথা। যাদের জীবনের ভালো সময় শুরু হবে জন্মাষ্টমীর পর থেকে।

35

পঞ্জিকা মতে, ভাদ্রপদ মাসের কৃষ্ণকক্ষের শুক্লা তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়। এই দিন থেকে চার রাশির জাতক-জাতিকার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দেখে নিন তালিকায় আপনি আছেন কি না। এই জন্মাষ্টমী চার রাশির জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন।

45

বৃষ রাশি

জন্মাষ্টমীর পর থেকে বৃষ রাশির জীবনে আসবে ভালো সময়। আর্থিক উন্নতি হবে। আপনার জীবনে চলতে থাকা সকল জটিলতা দূর হবে। তেমনই বিপুল আর্থিক লাভ হবে এই সময়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে হবে উন্নতি।

তুলা রাশি

ভালো সময় শুরু হতে চলেছে তুলা রাশির জীবনে। জীবনের নানান জটিলতা দূর হবে। তেমনই চলতে থাকা সমস্যার নিষ্পত্তি হবে। এই বছরটা এই রাশির জন্য অত্যন্ত শুভ।

55

কর্কট রাশি

ভালো সময় শুরু হবে কর্কট রাশির জীবনেও। শ্রীকৃষ্ণের উপাসনা করতে পারেন। এতে জীবনের সকল সমস্যা দূর হবে। এই সময় আর্থিক উন্নতি হবে। জীবনের চলতে থাকা নানান সমস্যা থেকে মিলবে মুক্তি।

সিংহ রাশ

জন্মাষ্টমী সিংহ রাশির জীবনে আনবে ইতিবাচক পরিবর্তন। এই রাশির জীবনে প্রচুর উন্নতি হবে। এই রাশির জাতক জাতিকা চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। জীবনের সকল সমস্যা থেকে পাবেন মুক্তি। জন্মাষ্টমী পর আর্থিক উন্নতি তো হবেই সঙ্গে ব্যক্তিগত জীবনের সকল জটিলতা দূর হবে।

Read more Photos on
click me!

Recommended Stories