পদে পদে আসবে বিপদ, জানুয়ারি মাসটা সতর্ক থাকুন এই কয় রাশির ছেলে মেয়েরা

এই সকল রাশির জন্য খুব কঠিন হতে চলেছে চলতি মাস। নানান জটিলতা দেখা দেবে এই মাসে, পদে পদে আসবে বিপদ। দেখে নিন তালিকায় কে কে আছেন।

সাড়ম্বরে সকলেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। সকলেই চান গোটা বছর ভালো কাটুক। এই নতুন বছর জুড়ে সকলের আছে নানান পরিকল্পনা। তবে, ভাগ্য সঙ্গ না দিলে এই সকল পরিকল্পনা বাস্তবায়িত হওয়া কঠিন। আজ রইল কয় রাশির কথা। এই সকল রাশির জন্য খুব কঠিন হতে চলেছে চলতি মাস। নানান জটিলতা দেখা দেবে এই মাসে, পদে পদে আসবে বিপদ। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মেষ রাশি

Latest Videos

শাস্ত্র মতে, রাহুর প্রভাব পড়বে মেষ রাশির ওপর। এই রাশির জাতক জাতিকা নানান বিপদে পড়তে পারেন। জীবনের সকল পদক্ষেপে উত্থান-পতন দেখা দেবে। এই সময় আর্থিক অবস্থার অবনতি হবে। তেমনই ব্যবসায় হবে ক্ষতি।

মিথুন রাশি

জানুয়ারি মাসটা মিথুন রাশির জন্য বেশ চ্যালেঞ্জিং। চাকরি ও ব্যবসায় আসবে সতর্কতা। কঠোর পরিশ্রমে দিন কাটবে। আজ মানসিক চাপের সম্মুখীন হতে পারে। খরচ সম্পর্কে সতর্ক হন।

কন্যা রাশি

জানুয়ারি মাসটি ভালো নাও হতে পারে। কন্যা রাশির ছেলে মেয়েরা নানান কারণে মানসিক চাপে ভুগতে পারেন। এই সময় আয়ের ব্যয় হবে বেশি। স্বাস্থ্যের অবনতি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হবে।

ধনু রাশি

জানুয়ারি মাস ধনু রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান-পতনে পূর্ণ হবে। গ্রহের অবস্থান কাজের প্রতি প্রতিকূল হবে। এই সময় আপনি কাজ নিয়ে খুব ব্যস্থ থাকবেন। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারে। আর্থিক জটিলতা দেখা দিতে পারে। আজ আয়ের থেকে ব্যয় বাড়বে। মেনে চলুন শাস্ত্র মত। এই মাস থাকুন সতর্ক। এতে মিলবে উপকার। চলতি বছরে পদে পদে আসবে বিপদ, জানুয়ারি মাসটা সতর্ক থাকুন এই কয় রাশির ছেলে মেয়েরা।

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘TMC-র জন্য West Bengal-এ Bangladeshi মৌলবাদীদের কোন বাধা নেই!’ তৃণমূলকে তোপ Adhir Ranjan Chowdhury
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি | Yogi Adityanath
বড় মোড়, ল্যাজে-গোবরে রাজ্য! জিততে চলেছেন বিজেপির রেখা পাত্র! Rekha Patra | Sandeshkhali | BJP
নেশার টাকা না দেওয়ায় এইরকম পরিণতি! দেখলে আঁতকে উঠবেন, আতঙ্কে Habra | North 24 Parganas News