Kali Puja 2024: কালী পুজোর রাতে এই পাঁচটি কাজ করুন, ঘুরে যাবে ভাগ্যের চাকা, হাতে আসবে প্রচুর টাকা

Published : Oct 20, 2024, 07:37 PM ISTUpdated : Oct 20, 2024, 07:38 PM IST
Kali Puja 2023

সংক্ষিপ্ত

জ্যোতিষ অনুযায়ী কালীপুজোর দিন কয়েকটা কাজ করলে দারুণ উপকার পাওয়া যায়। ঘুরে যায় ভাগ্যের চাকা। 

শক্তির দেবী কীলী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ - এই তিন কাল নিয়ে মহাকাল। আর মহাকলের দেবী হলেন মা কালী। কালীপুজোর রাত মানেই শক্তির আরাধনা। প্রকট হন শক্তির আধার কালী। জ্যোতিষ অনুযায়ী কালীপুজোর দিন কয়েকটা কাজ করলে দারুণ উপকার পাওয়া যায়। ঘুরে যায় ভাগ্যের চাকা। আটকে থাকা কাজ আবার নতুন করে গতি পাবে। রইল সেই পাঁচটি কাজ। যা শুয়ে থাকা ভাগ্যকে জাগাতে হলে করতে হবে কালীপুজোর সময়ই।

 

আর কয়েক দিন পরেই কালীপুজো। এই দিন এই পাঁচটি কাজের কোনও একটি কাজ বা সবকটি কাজ নিষ্ঠার সঙ্গে করলে তবেই উপকার পাওয়া যাবে বলেও বিশ্বাস করেন জ্যোতিষীরা।  কালীপুজোতে নিষ্ঠাভরে পুজো করা জরুরি। 

কালীপুজোর টোটকা

১। কালীপুজোর রাতে মন্দিরে কিছুটা আতপ চাল, ঘি, একটি গোটা নারকেল, ১০৮টি জবা ফুলের মালা দান করুন। এর ফলে জীবন থেকে বাধা দূর হয়ে যাবে।

২। কালী পুজোর রাতে ৭টি ডাব নিন. তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে সেগুলি লাল কাপড়ে মুড়ে কুবেরের সামনে রেখে দিন। জ্যোতিষ অনুযায়ী এই টোটকায় আর্থিক উন্নতি দ্রুত হয়।

৩। কালীপুজোর রাতে বটগাছের গোড়ায় কলো তিল দান করুন। দনের সময় নিজের মনের ইচ্ছের কথা জানান।

৪। কালীপুজোর রাতে গোটা রাত ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখুন। তাতে গোটা বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়। পজেটিভ শক্তি আসে।

৫। কালী পুজোর রাতে বাড়ির ছাদে পাঞ্চমুখী প্রদীপ জ্বালুন। এর ফলে বাড়ির অশুভ শক্তি দূর হয়।

PREV
click me!

Recommended Stories

মকর সংক্রান্তিতে বদলে যাবে এই ৪ রাশির ভাগ্য! যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে রাতারাতি, কাটবে অর্থ সমস্যা
অর্থবর্ষের শেষে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৫ রাশির কোটিপতি হওয়ার যোগ