এরা হিরে পরলে উন্নতি অবধারিত, হতে আসবে প্রচুর টাকা, রইল হিরে পরার সঠিক টিপস

Published : Nov 05, 2024, 07:42 PM IST
keep  diamond according to the rules you will get benefit otherwise it will be disastrous bsm

সংক্ষিপ্ত

হিরের জ্যোতিষ গুণ রয়েছে। পরা অনেক সময় যেমন শুভ হয় অনেক সময় তেমন অশুভ হয় 

হীরা ব হিরে মহিলাদের শ্রেষ্ট বন্ধু। আধুনিক যুগে হিরে ছাড়া অনেক সময় সাদ অসম্পূর্ণ থেকে যায়। কান, গলা , হাত বা নাক কোথাও না কোথায় এক কুঁচি হিরে থাকলেই আভিজাত্য যেমন বাড়ে তেমনই বড়ে স্টেটাস আর সৌন্দর্য। কিন্তু হিরের জ্যোতিষ গুণ রয়েছে। পরা অনেক সময় যেমন শুভ হয় অনেক সময় তেমন অশুভ হয়। হিরে পরার নিময় গুলি জেনে নিন।

হিরে যাদের জন্য শুভঃ

হিরের গয়না বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ শুভ। এই রাশির মানুষ যদি হিরে ধারন করে তাহলে প্রচুর উন্নতি লাভ করতে পরে। আর্থিক উন্নতি অবধারিত।

হিরে অশুভ

মীন, কর্কট, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কখনই হিরে ধারন করবেন না। তেমনই বলছে জ্যোতিষশাস্ত্র। নেহাত শখের হসে হলেও এদের হিরে পরা উচিৎ নয়। হিরে পরলে এদের জীবনে নানা ধরনের সমস্যা আসতে পরে বলেও মনে করেন জ্যোতিষরা।

হিরে ধারনের উপকারিতাঃ

হিরে ধারন করতে বিলাসিতায় জীবন কাটায় যায়। দাম্পত্য সুখের হয়। যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের হিরে পরা শুভ। হিরে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

হিরে ধারনের নিয়মঃ

সোনা ব রুপোর বাঁধিয়ে হিরে পরা উচিখ। হিরে শুক্রবার ধারণ কর শুভ বলে মনে করা হয়। হিরে ধারণের আগে দুধ আর গঙ্গাজল দিয়ে শোধন করা জরুরি। হিরে পরার আগে অবশ্যই মা লক্ষ্মীর পায়ে ছুঁইয়ে নিতে হবে। জ্যোতিষ অনুসারে তর্জনিতে হিরে পরা উচিৎ। হিরের সঙ্গে চুনি বা প্রবাল পরা উচিৎ নয়। হিরের গয়না পায়ে পরবেন না। হিরে পায়ে যাতে না ঠেকে সেদিকে বিশেষ নজর দিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল