Promise Day- তে রইল চার রাশির কথা, নিজের প্রতিজ্ঞা রাখতে হাজার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এরা

Published : Feb 11, 2023, 03:36 PM ISTUpdated : Feb 11, 2023, 03:37 PM IST
Promise day

সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। নিজের প্রতিজ্ঞা রাখতে হাজার কঠিন পরিস্থিতির মুখোমুখি পারেন এরা। হাজার সমস্যা হলেও নিজের সকল প্রতিজ্ঞা সুন্দরভাবে পালন করেন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল শাস্ত্র মত।

সর্বত্র পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। ৭ ফেব্রুয়ারি রোড ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তারপর একে একে আসে প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। সেই অনুসারে আজ হল প্রমিস ডে। আজ সকলের নিজের ভালোবাসার মানুষকে নানান প্রতিজ্ঞা করে চলেছেন। কিন্তু, প্রতিজ্ঞা করা যতটা সহজ, তা রাখা ততটা নয়। অনেকেই আছেন পারা প্রতিজ্ঞা করে সব ভুলে যান। আবার অনেকে এর উল্টো। আজ রইল চার রাশির কথা। নিজের প্রতিজ্ঞা রাখতে হাজার কঠিন পরিস্থিতির মুখোমুখি পারেন এরা। হাজার সমস্যা হলেও নিজের সকল প্রতিজ্ঞা সুন্দরভাবে পালন করেন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল শাস্ত্র মত।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা সব সময় নিজের প্রতিজ্ঞা রাখতে প্রচেষ্টা চালিয়ে যান। এরা দৃঢ় প্রতিজ্ঞ স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা নিজের ভাবনায় থাকেন অটুট। হাজার সমস্যা হলেও নিজের সকল প্রতিজ্ঞা সুন্দরভাবে পালন করেন এই রাশির ছেলে মেয়েরা।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। কাউকে কোনও প্রতিজ্ঞা করলে তা সব সময় রাখার চেষ্টা করেন এরা। স্বভাবে কঠিন হলেও নিজের কঠোর পরিশ্রমী হন এরা। অন্যের উপকারের জন্য হাজার কঠিন পার করতে পারেন মকর রাশির ছেলে মেয়েরা।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। নিজের প্রতিজ্ঞা রাখতে হাজার কঠিন পরিস্থিতির মুখোমুখি পারেন এরা। হাজার সমস্যা হলেও নিজের সকল প্রতিজ্ঞা সুন্দরভাবে পালন করেন।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। কন্যা রাশির ছেলে মেয়েরাও এমন স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা কাউকে কিছু প্রমিস করলে তা সব সময় রাখার চেষ্টা করেন। দৃঢ় প্রতিজ্ঞ স্বভাবের হয়ে থাকেন এরা। এই রাশির ছেলে মেয়েরা নিজের প্রতিজ্ঞা রাখতে হাজার কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। চিনে নিন এই সকল রাশির ছেলে মেয়েদের। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে ভবিষ্যত হবে উন্নত। মেনে চলুন শাস্ত্র মত। প্রমিস ডে-তে চিনে নিন চার রাশিকে। 

 

আরও পড়ুন

বন্ধুত্ব বজায় রাখতে পারেন না, এরা দূরত্ব বাড়লেই ভুলতে বসেন বন্ধুদের

আজ এই তিন রাশির প্রেম জীবন কাটবে দারুণ ভাবে, দেখে নিন তালিকায় আপনি আছেন কি না

সপ্তাহান্ত হতে চলেছে কঠিন, সতর্ক না হলে বিপদ বাড়বে এই তিন রাশির ছেলে মেয়ের

 

PREV
click me!

Recommended Stories

১০০ বছর পর বিরল রাজযোগ! ২০২৬-এ বৃহস্পতি এবং শুক্রের সংযোগে এই ৫ রাশি ভরে উঠবে সম্পদ ও ঐশ্বর্যে
Love Horoscope: সঙ্গীর সঙ্গে প্রেমময় দিন কাটান! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল