Daily Horoscope: ১২ মে রবিবার এই ব্যক্তিদের বিনিয়োগের থেকে লাভ হবে, জেনে নিন আপনার আজকের রাশিফল

Daily Horoscope of 12 May আয়-সম্পর্ক কেমন থাকবে আজ! কোনওদিকে ঘুরছে ভাগ্যের চাকা (Astrology) কোনও দিকে হবে আজ ভাগ্যের উন্নতি। কী বলছে আজকের রাশিফল (Daily Horoscope)

Deblina Dey | Published : May 12, 2024 12:13 AM
112

মেষ– আপনার ভালো ব্যবহার আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষনের দায়িত্ব আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। আপনার ঋণের পরিমান বাড়তে পারে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। সমুদ্র তীরে ভ্রমণ হতে পারে। সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। সকালে ব্যবসার দিকে কোনও চিন্তা বাড়তে পারে। চাকুরীর ক্ষেত্রে দিনটি ভাল। সন্তানদের কোনও কিছু নিয়ে মনে উদ্বিগ্নতা থাকবে।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৮৮। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

212

বৃষ –

বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কাজে অগ্রগতির যোগ রয়েছে। আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্মানহানি হতে পারে। আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। কর্ম দক্ষতায় চাকুরীর স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২২। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন –

নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ সারাদিন অস্থিরভাব কাজ করবে। প্রতিবাদী মনোভাবের ফলে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সাবধানে থাকুন প্রচুর ব্যয়ের যোগ রয়েছে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা।

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৬২। শুভ দিক উত্তর। শুভ রত্ন পান্না।

412

কর্কট –

আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে।

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৩। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

512

সিংহ–

শরীরে নানান রোগের উপদ্রব বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। সকালের দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৯৩। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন ক্যাটস আই।

612

কন্যা–

আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন।

আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৪৮। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

712

তুলা–

কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ কোনও কারণে সারাদিন মানসিক কষ্ট কাজ করবে। অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কাজে অনিহা আসতে পারে। সারাদিন ব্যবসা ভাল চলবে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৫৪। শুভ দিক দক্ষিন। শুভ রত্ন পোখরাজ।

812

বৃশ্চিক –

সপরিবারে ভ্রমণ হতে পারে। দূরে থাকা কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। আজ আর্থিক সাফল্য পাওয়ার দিন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। গুণী কোনও ব্যক্তির সঙ্গে ধর্ম আলোচনা হতে পারে। সারাদিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। সঙ্গীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। অসহায় কারও পাশে দাঁড়াতে হতে পারে। নতুন কোনও নির্মাণে বাধা আসতে পারে।

আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৩৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

912

ধনু –

আজ কোনও কারনে সম্মানহানি হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে।প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ। সন্তানদের জন্য কোনও কারণে মুখ উজ্জ্বল হতে পারে।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

1012

মকর -

প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। বন্ধুর ব্যপারে একটু সাবধান থাকুন, বিবাদ হতে পারে। মাতৃ স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে । অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে।

আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ–

প্রবাসে সাফল্য লাভ করার যোগ রয়েছে। প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল। আপনার ক্ষতি করতে চেয়ে শত্রুর নাজেহাল অবস্থা হতে পারে। উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। চোখের সমস্যায় ভুগতে হতে পারে। ভাইয়ের সঙ্গে সমস্যা বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হতে পারে। বাড়তি খরচ হতে পারে। অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে।

আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৪১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212

মীন –

আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। সন্তান লাভ করার শুভ সংবাদ পেতে পারেন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বাড়ির গুরুজনদের নিয়ে বেড়াতে যেতে হতে পারে। উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন, বিপদ হতে পারে। আজ ব্যবসায় লাভ থাকলেও অপপ্রচার হওয়ার সম্ভাবনা আছে। ছাত্র ছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos