জ্যোতিষ অনুযায়ী মনে করা হয়, এই দিন সমুদ্র মন্থনের সময়ই ধন্বন্তরী অমৃতের পাত্র বহন করে জন্মগ্রহণ করেছিলেন।
২৯ অক্টোবর ধনতেরাস। জ্যোতিষ অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন। ধনতেরাসের দিনেই গঠন হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। এই দিন থেকেই ঘুরে যাবে পাঁচ রাশির ভাগ্য।
ধরতেরাসের মাহাত্ম্য- জ্যোতিষ অনুযায়ী মনে করা হয়, এই দিন সমুদ্র মন্থনের সময়ই ধন্বন্তরী অমৃতের পাত্র বহন করে জন্মগ্রহণ করেছিলেন। সেই থেকেই এই দিনটি গুরুত্বপূর্ণ। এবার ধনতেরাসের দিনেই লক্ষ্মী নারায়ণ যোগ- তাতেই পাঁচ রাশির হাতে আসবে প্রচুর টাকা।
রাশিগুলি হলঃ
বৃষ করাশি
বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টা শুভ। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য সমস্যা মিটে যাবে। ব্যবসায়ীরা সুখবর পাবেন। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। সবকিছু ভাল হবে।
মিথুন রাশি
লক্ষ্মী-নারায়ণ যোগ মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য সুখবর বয়ে আনতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। কাজের প্রশংসা পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি
কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য সময়টা অনুকূল। প্রেমের দীর্ঘ দিনের সমস্যা মিটে যাবে। বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন। ভাল খবর পেতে পারেন। কর্মজীবীদের বেতন বাড়তে পরে। পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে।
বৃশ্চিক রশি
ধনতেরাসের কারণের এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক উন্নতির পথ তৈরি হবে। এরা কাজের সুযোগ পাবে। মানসিক চিন্তা মুক্ত হতে পারবেন।
মীন রাশি
এদের আত্মবিশ্বাস বাড়বে। সমাজে সম্মান বাড়বে। পৈতৃক সম্পত্তি লাভের সুযোগ কয়েছে। দীর্ঘ সময় নতুন চাকরি পাওয়ার সুযোগ কয়েছে। ছাত্ররা পরিশ্রমের ফল পেতে পারেন।
বিশেষ দ্রব্যষ্টঃ কোনও রাশির জাতক ও জাতিকার ভাগ্য কী রয়েছে তার দায় এশিয়ানেট নিউজ বাংলার নয়। জ্যোতিষের পরামর্শ নিতেই পারেন।