দেশে হোক বা বিদেশে ভ্রমণ করতে গিয়ে কিনবেন এই লাকি চার্ম গুলি, ভাগ্যের চাকা বদলে যাবে

Published : Oct 08, 2025, 05:25 PM IST
Zodiac Signs

সংক্ষিপ্ত

দেশ বিদেশ ঘুরতে গেলে অবশ্যই ঘরে কিনে আনুন সেই জায়গার সৌভাগ্যের প্রতীক লাকি চার্ম গুলি।

ভারতের যে কোনো পর্যটন কেন্দ্রে, বিশেষ করে হস্তশিল্পের বাজার এবং স্থানীয় মেলাগুলোতে লাকি চার্ম বা সৌভাগ্যের প্রতীক খুঁজে পাওয়া যায়। মূলত, লাকি চার্ম বলতে বিভিন্ন ধরনের সৌভাগ্য-আকর্ষক স্যুভেনিকে বোঝানো হয়, যেমন বাস্তু-সংক্রান্ত জিনিস, ভাগ্যবান রত্ন, বিভিন্ন ধরনের তাবিজ বা ছোট মূর্তি ইত্যাদি, যা ভারতে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে কিনতে পারেন।

তবে শুধু যে ভারতের মধ্যে টা নয়, এ0নি বিদেশে গেলে পেয়ে যাবেন আর নতুন নতুন সেই দেশ গুলির বিখ্যাত লাকী চার্ম।

যেমন : বিদেশের মাটিতে ঘুরতে গেলে পাবেন জাপানের এক খুবই লাকী চার্ম মূর্তি, একটি বিড়াল। এদেশে বেড়াতে গেলে অবশ্যই টোকিওর বাজারে পাওয়া যায় এক বিশেষ ধরনের বিড়ালের এই মূর্তিটি। যাকে জাপানিরা সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখে। যা পাওয়া যায় প্লাস্টিক অথবা সেরামিকের। টোকিওর আসাকুসা জেলার স্যুভেনির দোকান এবং মন্দিরের বাজারে বা কিয়োটো বা ওসাকার বিভিন্ন দোকানে খুঁজলেই এই ধরনের বিড়ালের মূর্তি পাবেন। এই মূর্তির বিড়ালটিকে দেখা যায় হাত তুলে রাখতে। তাই জাপান বেড়াতে গেলে অবশ্যই লাকি চার্ম হিসেবে এই বিড়ালের মূর্তি কিনতে ভুলবেন না।

'এভিল আই’, এই মুহূর্তে ভীষণ প্রচলিত ও জনপ্রিয় একটি জিনিস। যা সকলের কাছেই ভীষণ পছন্দের। নিজেদের সৌভাগ্য বজায় রাখতে বা নজর কাঠি হিসেবে অনেকেই এই এভিল আই ব্যবহার করে থাকেন। কিন্তু তুর্কিতে এই ‘এভিল আই’ সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। যা দুর্ভাগ্যকে দূরে সরিয়ে সৌভাগ্য নিয়ে আসতে সাহায্য করে। তাই এদেশে বেড়াতে গেলে এই লাকি চার্মটি কিনতে ভুলবেন না।

‘দ্য হামাসা’, নানা কারুকাজ করা একটি হাতের তালুর মতো দেখতে এমন এক জিনিস যা মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকাতে লাকি চার্ম হিসেবে বিবেচিত হয়। তাই এখানকার দেশগুলিতে বেড়াতে গেলে লাকি চার্ম হিসেবে অবশ্যই কিনুন হামাসা। যা মূলত তৈরি হয়েছে ইহুদি ও ইসলামিক প্রথা মেনে তৈরি হয়। মনে করা হয় বাড়ির দরজার উপর বা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে এই হামাসা ব্যবিহার করলে দুর্ভাগ্য কাটে ও জীবনে সুসময় আসে।

কয়েন প্ল্যান্ট ও আমরুল পাতার মতো দেখতে এই গাছ আয়ারল্যান্ডে সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়। মনে করা হয় এই দুই গাছই দূর্ভাগ্য কাটায় এবং সৌভাগ্য বজায় রাখে। আমরুল পাতার মতো দেখতে এই গাছ সুরক্ষিত রাখে এবং কয়েন প্ল্যান্টের মতো দেখতে এই গাছ জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে।

আমেরিকায় লোহার অশ্ব খুরকে লাকি চার্ম হিসেবে দেখা হয়। এই ধারণা আমেরিকায় এসেছে মূলত ইউরোপ থেকে। প্রধান ফটকে বা বাড়ির কোনও দরজায় এই লোহার অশ্ব খুর ঝুলিয়ে রাখতে দেখা যায়। মনে করা হয় এটি ব্যবহারের ফলে আশেপাশে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় এবং জীবনে সৌভাগ্য আসে।

এতো হলো বিদেশ ভ্রমণে গিয়ে লাকী চার্ম এর কথা। এবার ভারতে ঘুরতে বেরিয়ে কিভাবে পাবেন লাকী চার্ম জানা যাক:

কোথায় খুঁজে পাবেন: * হস্তশিল্পের দোকান ও বাজার: ভারতে প্রায় সব বড় শহর ও পর্যটন কেন্দ্রে হস্তশিল্পের দোকান এবং স্থানীয় বাজার পাওয়া যায়, যেখানে আপনি বিভিন্ন ধরনের লাকি চার্ম কিনতে পারবেন।

* স্থানীয় মেলা ও উৎসব: বিভিন্ন মেলা ও উৎসবে, যেমন ধর্মীয় উৎসব বা হস্তশিল্প মেলায়, এই ধরনের সৌভাগ্য-আকর্ষক জিনিসপত্র বিক্রি হতে দেখা যায়।

* পণ্য ও ধর্মীয় স্থান: মন্দির বা ধর্মীয় স্থানেও অনেক সময় এমন ধরনের জিনিসপত্র কেনা যায়।

* অনলাইন প্ল্যাটফর্ম: অনেক অনলাইন প্ল্যাটফর্মও লাকি চার্মের মতো সৌভাগ্য-আকর্ষক জিনিস বিক্রি করে।

কিছু জনপ্রিয় লাকি চার্মের উদাহরণ:

* মানি প্ল্যান্ট: আর্থিক সুবিধা বা ধন-সম্পদের জন্য মানি প্ল্যান্ট একটি জনপ্রিয় লাকি চার্ম।

* কয়েন: খোলা বাটিতে কয়েন রাখা সৌভাগ্য আকর্ষণ করতে সাহায্য করে।

* বিভিন্ন রত্ন ও পাথর: নির্দিষ্ট ধরনের রত্ন সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

* বাস্তু-সংক্রান্ত সামগ্রী: বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিছু আলংকারিক জিনিস সৌভাগ্য ও আর্থিক সুবিধা বয়ে আনে।

মনে রাখবেন, লাকি চার্মের ধারণাটি ব্যক্তিগত বিশ্বাস ও সংস্কৃতির ওপর নির্ভরশীল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল