
প্রায় ৩০ বছর পর, এবার এক বিশেষ যোগ তৈরি হতে চলেছে।
বুধ এবং শুক্রের যোগে তৈরি হবে বিশেষ ‘লক্ষ্মীনারায়ণ যোগ।’
গোটা দেশেই পালিত হবে এই আলোর উৎসব। তাছাড়া দীপাবলির বিশেষ প্রভাব রয়েছে জ্যোতিষশাস্ত্রেও (Astrology)৷
এই কথা বলছেন, জ্যোতিষ বিশারদ অরবিন্দ ত্রিপাঠী৷
শশ এবং লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে, এই রাশির জাতক-জাতিকাদের জন্য উপার্জনের নতুন পথ খুলে যাবে৷ সেইসঙ্গে, ব্যবসাতেও আসতে চলেছে ব্যাপক উত্থান৷
অন্যদিকে, সম্মানও অনেকটা বৃদ্ধি পাবে৷ মেষ রাশির জাতক-জাতিকারা পড়াশোনাতেও বেশ সফল হবেন৷ আর পুরনো ঋণের জাল থেকেও মুক্তি পাবেন তারা৷ মনে আসবে শান্তি এবং পারিবারিক জীবন সুখের হতে চলেছে৷
সেইসঙ্গে, অনেকটাই বাড়বে উপার্জন৷ কাজের জায়গাতেও সফল হবেন তারা৷ ব্যবসা বৃদ্ধি এবং লাভবান হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে৷
সিংহ রাশির জাতক জাতিকাদের সৃষ্টিশীল কাজ যথেষ্ট প্রশংসিত হবে৷ অপরদিকে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা৷ পারিবারিক জীবনও সুখের হবে৷
ব্যবসাতেও প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে৷
তুলা রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা পড়ুয়া এবং সাহিত্য চর্চা করে থাকেন, তারা পুরস্কৃত হবেন৷ অন্যদিকে, চাকরি এবং লেখাপড়ায় আসবে বড় সাফল্য৷ সেইসঙ্গে, পারিবারিক জীবনও বেশ সুখেরই হবে৷
শশযোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের উপার্জন এবং মুনাফা বাড়বে অনেকটাই। চাকরিতে পদোন্নতি হওয়ারও প্রবল সম্ভবনা আছে৷ ব্যবসাও বৃদ্ধি পাবে৷
ধনু রাশির জাতক-জাতিকাদের ভালো কাজ পুরস্কৃত হবে৷ ফলে, বাড়বে আত্মবিশ্বাস৷ ক্রনিক অসুখ থেকেও মিলবে রেহাই এবং আনন্দ আসবে পরিবারে।
চাকরিতে হবে উন্নতি এবং কাজে স্থায়িত্ব আসবে৷ নতুন উপার্জনেরও পথ খুলে যাবে৷
নতুন ব্যবসা শুরু করতে পারেন এই সময়ে৷ কুম্ভ রাশির জাতক-জাতিকারা পুরস্কৃত হবেন এবং হাতে আসবে প্রচুর টাকা৷ সেইসঙ্গে, পরিবারে সুখশান্তি আসবে। দাম্পত্যে শান্তি বজায় থাকবে এবং রাগ প্রশমিত হবে। শরীরও সুস্থই থাকবে৷
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।