মকর সংক্রান্তিতে ভাগ্যোদয়, সংকট কাটবে তিন রাশির, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Jan 09, 2025, 12:11 PM IST
makar sankranti 2025

সংক্ষিপ্ত

মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করলে শুভ সময় শুরু হবে মেষ, সিংহ ও মকর রাশির জাতকদের। বিবাহিত জীবনে সুখ, সন্তান লাভ, ব্যবসায় উন্নতি, স্বাস্থ্যের উন্নতি সহ নানা শুভ ফল পাবেন এই তিন রাশির জাতকরা।

হিন্দু শাস্ত্রে মকর সংক্রান্তির গুরুত্ব বিস্তর। এই দিন সূর্যের দক্ষিণায়ণ শেষ করে শুরু হয় উত্তরায়ণ। হিন্দু ধর্ম মতে, দক্ষিণায়ণ হল দেবতাদের রাত্রিকাল। আর উত্তরায়ণ হল দিবাকাল। তাই মকর সংক্রান্তির দিনে পুজো ও দানের বিস্তর গুরুত্ব আছে। মহাকাব্যে উল্লেখ আছে, কুরুক্ষেত্র যুদ্ধকালে নিজের প্রাণত্যাগ করার জন্য মকর সংক্রান্তির তিথিকেই নির্বাচন করেছিল ভীষ্ম। তাই মকর সংক্রান্তির দন মকর স্নান করে পুন্যার্জন করতে চান অনেকে। এই তিথির পর তিনটি রাশির ভাগ্য খুলবে।

এবছর ১৪ জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি। এই দিন সূর্য মর রাশিতে প্রবেশ করে। ২০২৫ সালে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সকাল ৮.৪৪ মিনিটে। এই দিন ভাগ্যের উন্নতি করতে কিংবা জীবনের সকল বাধা কাটাতে চাইলে দান ধ্যান করতে পারেন। তেমনই মনের ইচ্ছা পূরণ করতে একটি পাত্রে গঙ্গাজল নিন। তাতে কাঁচা দুধ, কালো তিল, লাল চন্দন নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এই মকর সংক্রান্তির তিথিতে ভাগ্য খুলবে তিন রাশির। দেখে নিন তালিকায় কে কে। কার কার জীবনে হবে উন্নতি। 

মেষ রাশি

মকর সংক্রান্তিতে সূর্যের গমনে শুভ সময় শুরপ হবে। বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। সন্তান লাভের সুখ পেতে পারেন। পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারেন।

সিংহ রাশি

মকর সংক্রান্তিতে সৌভাগ্য উদয় হবে সিংহ রাশির। আপনার কঠোর পরিশ্রমে ফল পাবেন। ব্যবসায় হবে উন্নতি। তেমনই পেশাগত কাজে সফল হবেন। সন্তানদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন।

মকর রাশি

মকর সংক্রান্তিতে শুভ সময় শুরু হবে মকর রাশির। স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্য জটিলতা থেকে মিলবে মুক্তি। তেমনই ব্যবসায় আগ্রগতি হবে। পেশাগত দিক থেকে এই সময়টা শুভ। জীবনের সকল জটিলতা কেটে যাবে। মকর সংক্রান্তিতে ভাগ্যোদয়, সংকট কাটবে তিন রাশির। ভালো সময় শুরু হচ্ছে। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল