
মঙ্গলের সঙ্গে যুতির ফলে কেতুর উগ্রতা একাধিক রাশির জাতক জাতিকার ওপর প্রভাব ফেলবে। এই সকল রাশির জীবনে নতুন উৎসাহ এবং সাহসের সঞ্চার হবে। মঙ্গল ও কেতুর যুতি মেষ ও বৃশ্চিক-সহ একাধিক রাশির কেরিয়ার সংক্রান্ত বড় সিদ্ধান্ত গ্রহণের সাহস প্রদান করবে। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ হবে। ব্যবসায়ীরা আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন। সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস। তেমনই মঙ্গল ও কেতুর যুতি কোনও কোনও রাশির ওপর অনুকূল হবে। জেনে নিন শাস্ত্র মতে, কাদের জীবনে আসতে চলেছে শুভ সময়। রইল তালিকা।
মেষ রাশি
মঙ্গল হল মেষ রাশির অধিপতি। কেতুর সঙ্গে যুতির ফলে এ রাশির জীবনে নতুন শক্তির সঞ্চার হবে। চাকরিতে আসবে সুযোগ। ব্যবসায় হবে উন্নতি। এই সময় কর্মক্ষেত্রে হতে পারে পদোন্নতি। যে কাজ এতদিন অসম্ভব মনে হত, তা সম্ভব করতে পারবেন। অফিসে সিনিয়রদের সহযোগিত লাভ করবেন। এই সময়টি বেশ উপযোগী।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকার আত্মবিশ্বাস বাড়বে। যে কাজ হাতে নেবেন তাতেই আসবে সাফল্য। মঙ্গলের কৃপায় আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। এই সময় বড় চাকরির সুযোগা আসতে পারে।
বৃশ্চিক রাশি
মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি। তাই কেতুর সঙ্গে এর যুতি বৃশ্চিক রাশিতে অত্যন্ত প্রভাব বিস্তার করবে। এর দ্বারা আত্মবল ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আরও প্রভাবশালী হবে। কেরিয়ারে হবে উন্নতি। গবেষণা, প্রযুক্তিগত ক্ষেত্রে ও গভীর চিন্তাভাবনার কাজে বিশেষ লাভ অর্জন করতে পারবেন। বহুদিন ধরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনুকূল হবে। এই সময় ভাগ্যোন্নতি হবে।
মকর রাশি
মঙ্গল ও কেতুর যুতির প্রভাব সদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন। এই রাশির জাতকদের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার হবে। পদোন্নতি থেকে নতুন চাকরি কিংবা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা তৈরির জন্য এই সময় অনুকূল। বরিষ্ঠদের সমর্থন লাভ করবেন। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভ হবে। এই সময় পছন্দের স্থানে বদলির চিন্তাভাবনা করে থাকলে সে সংক্রান্ত নির্দেশ পেতে পারেন।
মীন রাশি
মঙ্গল ও কেতুর যুতি মীন জাতরদের অদ্ভূত আত্মবল বৃদ্ধি করবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কোনও স্বপ্নকে সত্যি করার সাহস পাবেন। কেরিয়ারে হবে উন্নতি। তেমনই এই সময় সব কাজে ইচ্ছা বাড়বে। কাঙ্খিত উন্নতি অর্জন করতে পারবেন। তেমনই ব্যবসায় আসবে সাফল্য।