বুধ গ্রহকে বুদ্ধি, বিদ্যা, বাকপটুতা, চাকরি, ব্যবসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই বুধ গ্রহের গমন সর্বদা মঙ্গল বয়ে আনে। ৭ই মে বুধ গ্রহের গমনের ফলে ভদ্র মহাপুরুষ ও বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হবে। এই যোগগুলি পাঁচটি রাশির জন্য রাজযোগ বয়ে আনবে। কতটা? কল্পনাতীত লাভ। তাহলে দেখে নেওয়া যাক সেই পাঁচটি রাশি কোনগুলি।