Monthly Lottery Horoscope: এপ্রিল মাসে লটারি জিততে পারেন এই রাশিগুলির জাতক-জাতিকারা! কাদের কপাল খুলছে?

Monthly Lottery Horoscope: লটারির টিকিট কেটে অনেকটা ভাগ্যের উপরেও নির্ভর করে। 

Subhankar Das | Updated : Mar 31 2025, 06:18 PM IST
110
Monthly Lottery Horoscope

ভাগ্য সঙ্গ দিলে অনেকেই লটারির টিকিট থেকে ভালো পুরস্কার পেতে পারেন। আর আসন্ন এপ্রিল মাসে, কাদের লটারি ভাগ্য রয়েছে? 

210
বৃষ রাশিঃ এই রাশির জাতক-জাতিকারা স্বল্প মূল্যের লটারির টিকিট কেটে নিজেদের ভাগ্য যাচাই করতেই পারেন

কারণ, মাসের শেষদিকে তাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটা ঠিক হবে না (lottery winning astrology)।

310
মিথুন রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জন্য এপ্রিল মাসটি অর্থের দিক দিয়ে বেশ ভালো যেতে পারে

এমনকি, ফাটকা আয়েরও সম্ভাবনা রয়েছে। তাই এপ্রিল মাসের প্রথম দিকটা লটারি কাটার জন্য অনেকটাই শুভ।

410
কর্কট রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য কিছুটা ভালো (lottery luck)

তাই এপ্রিল মাসে, মাঝের দিকে একবার লটারির টিকিট কেটে দেখতেই পারেন (monthly lottery horoscope)।

510
সিংহ রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের আসন্ন এপ্রিল মাসটা অর্থের দিক দিয়ে বেশ ভালোই যেতে পারে

হ্যাঁ, খুব একটা সঞ্চয় হয়ত হবে না। তবে গোটা মাস জুড়ে খুব ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাই একবার লটারির টিকিট কেটে দেখতেই পারেন (monthly lottery zodiac signs)।

610
কন্যা রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের অর্থ নিয়ে কোনও চিন্তা থাকলে তা কেটে যেতে পারে এপ্রিলে

তাছাড়া হঠাৎ করেই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি লটারি কাটার ইচ্ছা থাকে, তাহলে এই সময়টা বেছে নিতে পারেন। 

710
বৃশ্চিক রাশিঃ এই মাসটি অর্থের দিক দিয়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ যেতে পারে

এমনকি, যে কোনও জায়গাতে টাকা লাগালে সেখান থেকে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

810
মকর রাশিঃ আসন্ন এপ্রিল মাসটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে

খুব বেশি না হলেও বেশ খানিকটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাই এপ্রিলের প্রথমদিকে লটারির টিকিট কাটতেই পারেন (lottery winners zodiac signs)। 

910
মীন রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে অর্থের বেশ শুভ যোগ দেখা যাচ্ছে

তাই এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে একবার লটারি কেটে দেখতে পারেন। তবে জ্যোতিষ মতে, এই গোটা মাসটি অর্থের দিক দিয়ে বেশ ভালো যাবে মীন রাশির জন্য। 

1010
Disclaimer: কারও ভাগ্য নির্ধারণ এশিয়ানেট নিউজ বাংলা করে দিতে পারে না

তাই এইসব বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos