Hanuman Jayanti: হনুমান জয়ন্তীর দিন এই কয়টি জিনিস দান করুন, কৃপা পাবেন হনুমানজির

Published : Apr 12, 2025, 01:02 PM IST
lord hanuman ashtami 001

সংক্ষিপ্ত

আজ হনুমান জয়ন্তী। শাস্ত্র মতে, এই শুভ দিনে হলুদ, শস্য, ছোলা ও লাড্ডু দান করলে হনুমানজির কৃপা পাওয়া যায়। এতে আর্থিক সমস্যা দূর হয়, পরিবারে সুখ-সমৃদ্ধি আসে এবং কর্মজীবনে উন্নতি ঘটে।

Hanuman Jayanti 2025: হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক দেব দেবীর উল্লেখ। রয়েছে একাধিক পুজোর কথা। শাস্ত্র মতে, আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। প্রতি বছর চৈত্র মাসের শুল্কপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দিনটি। এই তিথি অনুসারে, আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।

চৈত্র মাসের পূর্ণিতা তিথি ১২ এপ্রিল ভোর ৩টে ২১ মিনিটে শুরু হচ্ছে শুভ সময়। যা শেষ হবে ১৩ এপ্রিল ভোর ৫টা ৫১ মিনিটে। তাই উদয় তিথি অনুয়ায়ী হনুমান জয়ন্তী উৎসব ১২ এপ্রিল, শনিবার পালিত হবে।

হলুদ

শাস্ত্র মতে, হনুমান জয়ন্তীর দন হলুদ দান করুন। এটি আপনার জীবন থেকে শুধু আর্থিক সমস্যা কাটবে তা নয়, এতে আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। পরিবারে সকলের সঙ্গে আপনি সুখে কাটাবেন।

শস্য

হনুমান জয়ন্তীর দিন শস্য দান করতে পারেন। এতে নতুন আয়ের সুযোগ পাবেন। তেমনই সঙ্কটমোচনের কৃপা পাবেন। যে কারণে আপনার সম্পদ হু হু করে বাড়বে।

ছোলা

হনুমান জয়ন্তীর দিন হনুমানজীকে ছোলা নিবেদন করুন। সেই ছোলা দান করুন। বজরংবলীকে কমলা সিঁদুর পরান। হনুমান জয়ন্তীর দিন ছোলা দান করলে হনুমানজির কৃপা।

লাড্ডু

শাস্ত্র মতে, হনুমানজিরকৃপা পেতে হলে এই শুভ তিথিতে লাড্ডু দান করুন। এতে চাকরিতে পদোন্নতি হবে। তেমনই আর্থিক সঙ্কট কেটে যাবে। মেনে চলুন শাস্ত্র মত।

গুড়

গুড় ও ভাজা ছোলা আজ নিবেদন করুন হনুমানজিকে। এটি তাঁর পছন্দের খাবার। তারপর এই গুড় ও ভাজা ছোলা প্রসাদ হিসেবে দান করুন। এতে মিলবে সঙ্কটমোচনের কৃপা। জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি।

অবশ্যই পালন করুন এই টোটকা। এতে জটিলতা থেকে মিলবে মুক্তি। আর্থিক অবস্থা হবে উন্নত। চাকরিতে হবে পদোন্নতি। তেমনই জীবনের নানান জটিলতা দূর হবে। মেনে চলুন এই টোটকা। আজ লাড্ডু, গুড়, ছোলা, শস্য এবং হলুদ দান করুন। 

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল