অর্থ ভাগ্য ফেরাতে চান? অগ্রহায়ন মাসে পালন করুন বিশেষ টিপস, অর্থ সংক্রান্ত সকল জটিলতা দূর হবে এই উপায়

Published : Nov 23, 2024, 01:11 PM IST

তুলসী গাছের পুজো, কলা গাছ বসানো, শ্রীবিষ্ণুর পুজো, শঙ্খের টোটকা, নদীতে স্নান এবং দান-ধ্যানের মাধ্যমে আর্থিক সমস্যা দূর করার উপায়। অগ্রহায়ন মাসে এই টিপসগুলি পালন করলে আর্থিক উন্নতি সম্ভব।

PREV
114

বাড়িতে তুলসী গাছ লাগান। প্রতিদিন সকালে জল দিন গাছে। সন্ধ্যায় প্রদীপ জ্বালান।

214

তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর কৃপা মেলে। জীবনের যে কোনও আর্থিক জটিলতা কাটাতে এই টোটকা পালন করুন।

314

যে কোনও বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত পুজো করুন।

414

ব্যবসার উন্নতি করতে অগ্রহায়ন মাসে শ্রীবিষ্ণুর পুজো করুন। দেবতার ছবির সামনে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন।

514

অগ্রহায়ন মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন। এতে সংসারেসকল অভাব অনটন দূর হবে।

614

অগ্রহায়ন মাসে একটি সাদা কাপড়ে এটা শঙ্খ নিন তাতে আতপ চাল ও সাদা বাতাসা বেঁধে জলে ভাসিয়ে দিন। এর ফলে শুক্র দোষ দূর হয়।

714

যে কোনও বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন। এতে আর্থিক উন্নতি হবে।

814

অগ্রহায়ন মাসে শঙ্খের টোটকা পালন করুন। এতে হবে আর্থিক উন্নতি। কেটে যাবে সকল অর্থ সংক্রান্ত জটিলতা।

914

অগ্রহায়ন মাসে নদীতে স্নান করতে পারেন। পিতৃদোষ থেকে মুক্তি পেতে নদীতে স্নান করুন।

1014

শাস্ত্র মতে, এই সময় গঙ্গা স্নান করা বেশ উপকারী। এতে ভগবানের কৃপা মেলে।

1114

অশুভ দোষ কাটাতে চাইলে অগ্রহায়ন মাসে দরিদ্র মানুষদের অন্ন বস্ত্র দান করুন। এতে মিলবে উপকার।

1214

অগ্রহায়ন মাসে ইতু পুজো হয়। এই দিন ভক্তি ভরে পুজো করুন।

1314

এতে জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি মিলবে এই সকল উপায়। অবশ্যই এই কাজ করুন।

1414

অর্থ সংক্রান্ত সকল জটিলতা দূর করতে মেনে চলুন এই টিপস।

click me!

Recommended Stories