নিয়মিত করুন এই কাজ, ধাতু বা পাথর ধারণ না করেই শুক্র থাকবে তুঙ্গে, রইল জ্যোতিষ টোটকা

Published : Feb 08, 2025, 12:55 PM IST

জন্মছকে শুক্রের অবস্থান খারাপ হলে জীবনে নানা অশান্তি দেখা দেয়। ধাতু বা পাথর ছাড়াই শুক্রের শুভতা বৃদ্ধির কিছু সহজ উপায় জেনে নিন।

PREV
110

জন্মছকে শুক্রের অবস্থান খারাপ থাকলে জীবনে নানা দিক থেকে অশান্তি ভোগ করতে হয়। ধাতু বা পাথর ধারণ না করেই শুক্র থাকবে তুঙ্গে। জেনে নিন কীভাবে।

210

শুক্রের অবস্থান সঠিক রাখতে চাইলে রোজ সকাল বেলায় একটু ঘি এবং দই দিয়ে ভাত খেলে পারেন। এতে শুক্র সন্তুষ্ট হবে।

310

চুল, দাঁড়ি এবং নখ কাটার সময় সতর্ক হন। রাতে বা সূর্যাস্তের পর কখনোই এই কাজ করবেন না।

410

শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে চুল, দাঁড়ি এবং নখ সব সময় কেটে রাখুন।

510

শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে বাড়ির মহিলারা সব সময় পরিষ্কার জামাকাপড় পরবেন। এতে সন্তুষ্ট হল শুক্রদেব।

610

শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে পুরুষ ও মহিলারা সব সময় গায়ে সুগন্ধি মেখে রাখুন। এতে শুভ ফল পাবেন।

710

পুরুষরা নিজেদের জন্ম ছকে শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে মহিলাদের উপহার দিন কিছু না কিছু। এতে শুক্রদেব তুষ্ট হন।

810

শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে কখনও ছেঁড়া বা নোংরা পোশাক পরবেন না।

910

তেমনই শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে রোজ স্নান করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুক্র দেব তুষ্ট হন।

1010

প্রতি শুক্রবা নিজের সাধ্যমতো সাদা কোনও দ্রব্য মন্দিরে অর্পণ করুন। এই পদ্ধতি মেনে চললে ধাতু বা পাথর ধারণ না করেই শুক্র থাকবে তুঙ্গে।

click me!

Recommended Stories