ছটপুজোর দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ, আর্থিক ক্ষতি হতে পারে, জেনে নিন কী কী

ছট পুজোর সময় উপবাস করে সূর্য দেবতার পুজো করা হয়। এই সময় নুন খাওয়া নিষিদ্ধ এবং পুজোর নিয়ম মেনে পুরনো কাপড় ও পুরনো পাত্র ব্যবহার করা যাবে না। এই ভুলগুলি এড়িয়ে চললে সূর্য দেবতা প্রসন্ন থাকবেন।

Sayanita Chakraborty | Published : Nov 6, 2024 1:03 PM
110

দীপাবলির উৎসব শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ছট উৎসবের প্রস্তুতি। ৫ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে উৎসব।

210

ছট পুজো অত্যন্ত সংযমের উৎসব। এই সময় উপবাস করে সূর্য দেবতার পুজো করে থাকেন।

310

এই দিন নুন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই উপবাস সম্পূর্ণ নিয়ম মেনে পালন করতে হয়।

410

আমের জ্বালানি কাঠ দিয়ে রান্না করতে হবে এই দিন। পঞ্চগব্য ছিটিয়ে দিলেই উনুন বসিয়ে তার ওপর রান্না করা হয়।

510

এই উৎসবে পুরনো কাপড় ব্যবহার করা উচিত নয়। পুজোর দিন পুরনো কাপড় পরবেন না। একান্ত না হলে পরিষ্কার কাপড় পরুন।

610

পুজোর দিন কোনও পুরনো পাত্র ব্যবহার করবেন না। এতে সূর্য দেবতে ক্রদ্ধ হন।

710

পুজোর দিন অবশ্যই এই তিন কাজ করুন। তা না হলে দেবতার ক্রোধের শিকার হবেন।

810

দেবতা ক্রুদ্ধ হলে শারীরিক জটিলতা দেখা যায়। মাইগ্রেন, সাইনাস, মাথাব্যথার সমস্যা বাড়ে।

910

বৃহস্পতিবার পালিত হবে ছটপুজো। এই উৎসব সাধারণত বিহারে পালিত হয়। তবে, বর্তমানে সারা দেশে পালিত হয় উৎসব। পুজোর দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।

1010

নির্জলা উপবাস করে এই দিন ব্রত পালন করুন। আর অবশ্যই এই কয় ভুল করবেন না। এতে হতে পারে আর্থিক ক্ষতি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos