Durga Puja: ষষ্ঠীর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই কয়টি জিনিস, সামান্য ভুলে পড়তে পারেন দেবীর রোষে

দেবীর আগমেন আগে বাড়ি পরিষ্কার করাও সকলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। ষষ্ঠীর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই কয়টি জিনিস, সামান্য ভুলে পড়তে পারেন দেবীর রোষে।

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। তেমনই কোথাও লাগানো হচ্ছে লাইট তো কোথাও চলছে দেবী সজ্জার কাজ। হাতে মাত্র দুদিন। তারপরই বসবে ষষ্ঠার বোধন। এই সময় সকলেই ব্যস্ত নানান কাজে। কেউ করছেন শেষ মুহূর্তের শপিং। তো কেউ করছেন বাড়ি পরিষ্কার। দেবীর আগমেন আগে বাড়ি পরিষ্কার করাও সকলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আজ এ প্রসঙ্গে জেনে নিন বিশেষ জিনিস। ষষ্ঠীর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই কয়টি জিনিস, সামান্য ভুলে পড়তে পারেন দেবীর রোষে।

ভাঙা মূর্তি রাখবেন না বাড়িতে। এটি অশুভ মনে করা হয়। ঘরে কোনও স্থানে ভাঙা মূর্তি রাখলে তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই আগে থেকে এমন মূর্তি জলে ভাসিয়ে দিন। তেমনই কোনও ভয়ঙ্কর ছবি থাকলেও তা ফেলে দিন।

Latest Videos

পুরনো জুতো রাখবেন না বাড়িতে। পুরনো ও ছেঁড়া জুতো থেকে নেতিবাচক এনার্জি তৈরি হয়। মেনে চলুন এই টিপস। এমন জিনিস দুর্ভাগ্য বয়ে আনে। তেমনই পুরনো পাপোষ থাকলে তা ফেলে দিন।

ভাঙা বাসন রাখবেন বা বাড়িতে। তেমনই ভাঙা পাত্রে খাবেন না। এতে নেতিবাচক এনার্জি বৃদ্ধি পায়। সঙ্গে ভাঙা আয়না বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়।

বন্ধ ঘড়ি সারিয়ে ফেলুন ষষ্ঠীর আগে। কিংবা খারাপ ঘড়ি থাকলে তা ফেলে দিন। এর থেকে উৎপন্ন হওয়া নেতিবাচক এনার্জি সংসারের জন্য ক্ষতিকর।

পুজোর আগে ঝুল ঝেড়ে নিন। বিশেষ করে বাড়ির কোথাও যেন মাকড়সার জাল না থাকে সে দিকে খেয়াল রাখুন। এর থেকে নেতিবাচক এনার্জি বৃদ্ধি পায়।

 

আরও পড়ুন

Horoscope: ভীষণ কিপ্টে হন এই ৫ রাশির জাতক, আপনিও আছেন নাকি তালিকায়?

Surya Gochar: ১৮ অক্টোবর থেকে খুব সাবধানে থাকতে হবে এই ৬ রাশিতে, জীবনে আসতে পারে কঠিন চ্যালেঞ্জ

নেতিবাচক কাজ থেকে দূরে থাকুন এই তারিখের জাতক জাতিকা, রইল জ্যোতিষ গণনা

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের