Narendra Modi: 'তিন বছর পর আর প্রধানমন্ত্রী হবেন না নরেন্দ্র মোদী', ভবিষ্যদ্বাণী করলেন এই বিখ্যাত জ্যোতিষী

নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ কেমন হবে এবং তিনি কি এবারও তার মেয়াদ পূর্ণ করতে পারবেন। বিখ্যাত জ্যোতিষী কী ভবিষ্যদ্বাণী করেছেন।

 

deblina dey | Published : Jun 9, 2024 12:18 PM IST

Prediction about Narendra Modi's future: লোকসভা নির্বাচনে এনডিএ টানা তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদীও। এই প্রেক্ষাপটে সবার মনে একটাই প্রশ্ন যে এবার নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ কেমন হবে এবং তিনি কি এবারও তার মেয়াদ পূর্ণ করতে পারবেন। বিখ্যাত জ্যোতিষী ডক্টর শিল্পী ধর এই নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।

নরেন্দ্র মোদীকে নিয়ে এই ভবিষ্যদ্বাণী-

Latest Videos

বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি বলেন, 'নরেন্দ্র মোদী তিন বছর প্রধানমন্ত্রী থাকবেন। এই মুহূর্তে তাঁর রাশিতে আরও তিন বছর রাজ যোগ রয়েছে। এই অবস্থায় তিনি তিন বছর প্রধানমন্ত্রী থাকতে পারেন। তিন বছর পর তাঁকে পদ ছাড়তে হতে পারে। তিনি আরও বলেন, 'বিজেপি সরকারের পতন হবে এমন নয়, নরেন্দ্র মোদীকে তাঁর পদ ছাড়তে হবে। তাঁর জায়গায় প্রধানমন্ত্রী হতে পারেন অমিত শাহ, নীতিন গড়কড়ি বা যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথকে নিয়ে এই বড় ভবিষ্যদ্বাণী-

এবার উত্তরপ্রদেশে বিজেপির পারফরম্যান্স খুবই খারাপ হয়েছে। এমন পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের ভাবমূর্তির ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জল্পনা করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতি একটি বিভ্রমের মতো। এগুলো ভবিষ্যতের ছবি দেয় না। তার ভবিষ্যৎ খুব ভালো। তাঁর নেতৃত্বে বিজেপি বিধানসভা নির্বাচনেও ভালো করবে। ২০২৭ সালের পরে, তাদের সময়ও পরিবর্তন হবে।

চন্দ্রবাবু নাইডু সম্পর্কেও ভবিষ্যদ্বাণী

চন্দ্রবাবু নাইডু সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এই বছর তার জন্য খুব ভালো। ভবিষ্যতেও তিনি বড় পদে বসবেন।

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News