এই বছর হোলির পরে বিশাল বদল নিয়ে আসছে শনি। যার ছায়া পড়বে চার রাশির উপর। তবে খারাপ নয় সৌভাগ্যবান হতে চলেছে চার রাশি।
27
শনির প্রভাবে, বদলে যাবে চার রাশির জাতক-জাতিকার জীবন। একেবারে সমস্ত দূরাবস্থার হতে চলেছে অবসান।
37
শনি রাশি যেকোনও রাশিতে মোটামুটি আড়াই বছর অবস্থান করেন। এখন শনিদেব কুম্ভরাশির উপরে বিরাজমান। হোলির পরে মীন রাশিতে গমন করবেন শনিদেব।
47
এর ফলে দুর্দান্ত সৌভাগ্যবান হতে চলেছেন তুলা রাশির জাতক-জাতিকারা। কোথাও বিনিয়োগ করলে সফলতা মিলবে। প্রচুর অর্থাগম হবে এই রাশির জাতক- জাতিকার।
57
কর্কট রাশির জাতক জাতিকারাও ভাগ্য বদলে যাচ্ছে । আর্থিক অবস্থার উন্নতি হবে। আয় বৃদ্ধি পাবে। অর্থাগম হবে এই রাশির জাতক-জাতিকার।
67
বৃশ্চিক রাশির জীবনেও আসছে তুমুল পরিবর্তন। ইতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকার জীবনে। মার্চের পরে যেকোনও কাজে সাফল্য লাভ করবেন এই রাশর জাতক জাতিকারা।
77
ইতিবাচক প্রভাব পড়বে মকর রাশির জীবনেও আটকে থাকা টাকা মিলবে। আসবে প্রচুর অর্থ। ব্যবসায়ীরা প্রচুর আয় করতে পারবেন।