প্রায় ৩০ বছর পরে নিজের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে শনি। ২০ জানুয়ারি ২০২৬ ন্যায় ও কর্মফলের প্রতীক শনি উত্তরভাদ্রপদ নক্ষত্র গোচর হবে। আবার ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার ভোর ৪টে ৯ মিনিটে উত্তরভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদদেশে প্রবেশ করবে শনি। শনির এই গোচরের বদলে যাবে চার রাশির ভাগ্য। সেই চার রাশি হলঃ