কেউ প্রতিপদে ফোঁটা দেন তো কেউ দ্বিতীয়ায়, প্রতিপদের শুভক্ষণে ভাইকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তা

প্রতিপদ, যম দ্বিতীয়া বা ভ্রাতৃ দ্বিতীয়ার দিন ভাইফোঁটা উদযাপন করা হয়ে থাকে। এবার ভাইফোঁটা পড়ছে ১৪ নভেম্বর দুপুর ২টো ৩৬ মিনিটে। তার আগের দিন অর্থাৎ আজ সোমবার প্রতিপদে ফোঁটা। এই শুভেক্ষণে জানান শুভেচ্ছা।

Sayanita Chakraborty | Published : Nov 13, 2023 3:17 AM IST
110

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা

যমের দুয়ারে পড়ল কাঁটা

যমুনা দেয় যমকে ফোঁটা

আমি দিই আমার ভাইকে ফোঁটা।

শুভ ভাইফোঁটা।

210

ভ্রাতৃদ্বিতীয় মানে ভাইবোনের মিষ্টি সম্পর্ক পালনের দিন। ভালো কাটুক দিনটি। শুভ ভাইফোঁটা।

310

ভাইফোঁটার এই শুভ দিনটি অটুট করে ভাই-বোনের সম্পর্ক। শুভ হোক ভাইফোঁটা।

410

পুব আকাশে সূর্য হাসে, সোনা ভরা সকালে। বোন দেবে আজ ফোঁটা ভাইয়ের কপালে। শুভ ভাইফোঁটা।

510

ভাইয়ের শুভ কামনায় ঘরে ঘরে,

আজ দেবে ফোঁটা বোন মন্ত্র পরে।

শুভ ভাইফোঁটা।

610

ভাইফোঁটার শুভক্ষণে সকল ভাইকে জানাই শুভেচ্ছা। শুভ ভাইফোঁটা।

710

সব সময় আমাকে সাপোর্ট করার জন্য দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ ভাইফোঁটা।

810

যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর

আমার হাতে ফোঁটা নিয়ে আমার ভাই হোক অমর।

শুভ ভাইফোঁটা।

910

ভাইফোঁটার এই শুভক্ষণে দিলাম ফোঁটা তোকে অনেক যতনে। ভাইবোনের এই মধুর বন্ধন অটুট থাকুক সারা জীবন। শুভ ভাইফোঁটা।

1010

আশা করি এই ভাইফোঁটা ভাই-বোনের বন্ধন আরও মজবুত করবে। শুভ ভাইফোঁটা।

Share this Photo Gallery
click me!

Latest Videos