সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, যে কোনও পরিস্থিতিতে আপনি জয় লাভ করবেন। আজ আবেগে ভেসে যাবেন না। আজ অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আজ শিশুদের সৃজনশীল কাজে যুক্ত থাকতে পারবেন। আজ বাস্তব দৃষ্টি রাখুন সব কাজে।