সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আজ সব কাজে আসবে সাফল্য। আজ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ কর্ম নিয়ে পরিকল্পনা করতে পারেন। আজ জমি সংক্রান্ত কাজে সফল হবেন। আজ ব্যবসায় লাভের আশা করতে পারেন।